কাঠগোলাপ এর গল্প । প্রিয় কাঠগোলাপ | কাঠ-গোলাপ কথন

প্রিয় কাঠগোলাপ ফুল; আহারে কাঠগোলাপ!

এক নান্দনিক ফুল হিসেবে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় কাঠগোলাপ। কাঠগোলাপের সাথে অনেকের প্রথম প্রণয় ঘটে কবিতা, গানের কলি কিংবা সাহিত্যের বই থেকে। গল্প, কবিতা,নাটকে কত না শুনি 'কাঠ গোলাপ ফুল ' এর কথা!

প্রিয় কাঠগোলাপ 🌼; সব ফুলের থেকে তোমাকে একটু বেশি ভালবাসি 🥰

প্রিয় গান আর প্রিয় কবিতায় স্থান পাওয়া সেই প্রিয় কাঠগোলাপ। আজ জেনে নিবো এর কিছু আদ্যাপান্ত। তো চলুন শুরু করি তাহলে।

কাঠগোলাপ-কাঠ-গোলাপ-kath-golap

কাঠগোলাপ এর আসল নাম কি?

কাঠগোলাপ (ইংরেজি: Frangipani), (দ্বিপদ নাম: Plumeria) হচ্ছে Apocynaceae পরিবারের একটি সপুষ্পক উদ্ভিদের গণের নাম। মেক্সিকো, মধ্য আমেরিকা, ভেনেজুয়েলা ও দক্ষিণ ভারতের স্থানীয় ফুল কাঠগোলাপ।

যেভাবে এলো কাঠগোলাপ নামটি

সপ্তদশ শতকের ফরাসি উদ্ভিদবিজ্ঞানী Charles Plumier এর সম্মানে এই ফুল এর ইংরেজি নাম "Plumeria".

একই ফুল আরো কয়েকটি নামেও পরিচিত; যেমন কাঠচাম্পা, গৌরচাম্পা, চালতা গোলাপ, গুলাচি, গোলকচাঁপা ইত্যাদি। ইংরেজীতে ফুলটিকে বলা হয় Pagoda Tree। গাছটি দেবমন্দিরে খুব পাওয়া যায় বলেই এমন নামকরণ বলে অনেকেই বলে থাকেন।

কাঠগোলাপ ফুল কে মৃত্যুহীন প্রাণের প্রতীক মনে করে বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

পূজার উপকরণ হিসেবেও এ ফুলের রয়েছে বিশেষ কদর! বৌদ্ধ সংস্কৃতিতে প্রতিটি অনুষ্ঠানেই প্রয়োজন হয় এই ফুল।

কাঠগোলাপ-কাঠ-গোলাপ-kath-golap-

কাঠ গোলাপ মানে কি?

এখন প্রশ্ন হলো কাঠগোলাপ মানে কি?

এই ফুল দেখতে গোলাপের মতোও নয়; আবার কাঠের সঙ্গেও এর কোনো সম্পর্ক নেই । তবুও এই ফুলের নাম কেন হলো কাঠগোলাপ? অবাক করা ব্যাপার!!!

কেন কবিতা-প্রেমী, গান-প্রেমী আর ফুল-প্রেমী'রা কাঠগোলাপ এর প্রেমে পড়ে? কি মায়া আছে কাঠ গোলাপ এ? আসলেই কি কোন মায়া কোন টান আছে? সেই মায়ার কারণেই কি খুব চেনা ফুলটিও হয়ে ওঠে অনন্য অসাধারণ? হয়তো তাই!!!

লাল-কাঠগোলাপ-কাঠ-গোলাপ-kath-golap-

কাঠগোলাপ ফুলের গাছ কেমন হয়ে থাকে?

খুব কোমল এবং নরম হয়ে থাকে কাঠগোলাপ গাছের দেহ। কিছুটা ভঙ্গুর প্রকৃতির হয়ে থাকে এই গাছ। থোকা থোকা ফুল হয় ডাল-পালার অগ্রভাগে। সাধারণত যে কাঠগোলাপ দেখা যায়, পাপড়ির রং হয় সাদা; পাঁচ পাপড়ির ফুলের কেন্দ্রে গাঢ় হলুদ রঙের ছোঁয়া থাকে। বিশেষ আকর্ষণীয় হয়ে ওঠে ফুলটি দুই রঙের স্পর্শে। একই ফুল আবার লাল রঙেরও হয়ে থাকে।

কাঠগোলাপ ফুল দেখতে কেমন?

কাঠগোলাপ ফুল বিভিন্ন রকমের হয়ে থাকে; যেমনঃ কোনো কোনো ফুল সাদা পাপড়ির ওপর হলুদ দাগ, কোনো ফুল দুধের মতো সাদা;

কাঠগোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি, আবছা নীল তোমার লাগে ভালো।

কোনোটি আবার লালচে গোলাপি রঙের হয়। এর গাছের কাণ্ডের ডগায় একগুচ্ছ ফুল অন্যরকম সৌন্দর্য নিয়ে চুপটি করে বসে থাকে। মোটা ও পুরু বাকল হয়ে থাকে। চারপাশ মৌ মৌ করে ফুটন্ত ফুলের সুঘ্রাণে।

কাঠগোলাপ এর ইতিহাস

বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে হয় কাঠ-গোলাপ। অনেকেই বলে এর আদি নিবাস গুয়াতেমালা ও মেক্সিকো তে। তবে ভারত, চীন, থাইল্যান্ড, মালয়েশিয়া, জাপান ও ইউরোপ এ বানিজ্যিক ভাবে এই ফুলের চাষ হয় বলে জানা যায়। এছাড়াও ওয়েস্ট ইন্ডিজ, ক্যারিবিয়ান, দক্ষিণ আমেরিকা ও ব্রাজিলের বিভিন্ন অঞ্চলে দেখা যায়। Aromatherapy - তে বিশেষভাবে এই ফুলের ব্যবহার হয়।

সেই সুপ্রাচীন কাল থেকেই বাংলাদেশ সহ দক্ষিণ / পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে কাঠগোলাপ স্থানীয় সংস্কৃতি, সাহিত্য, রীতিনীতি, ধর্মীয় আঁচার এবং রোগ নিরাময়ে ব্যবহার হয়ে আসছে।

কাঠগোলাপ এর শহরে

কাঠগোলাপের সুগন্ধ, আকৃতি, রঙ যতটা কবি-মন আর তরুণ প্রজন্মকে নাড়া দেয়, ঠিক ততটা হয়ত এই একবিংশ শতাব্দীতে অন্যান্য ফুলগুলো অর্জন করে উঠতে পারেনি।কাঠগোলাপ তার সৌরভ ছড়িয়েছে শহুরে কবি, সাহিত্যিক আর গীতি-কবিদের গানের ছন্দে!

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় কাঠগোলাপ হাতে নিয়ে, খোপায় কিংবা গুণে গুঁজে ছবি দেওয়া যেন নতুন এক ট্রেন্ড!!!
কাঠগোলাপ-social-media-online-ট্রেন্ড

আজকাল ব্যস্ত শহরের রাস্তার ধারে দু-চারটা কাঠগোলাপ গাছ হরহামেশাই দেখতে পাওয়া যায়। ঝরে পড়া কাঠগোলাপ বৃষ্টির দিনে পিচ-ঢালা পথের ধার ঘেষে ছড়িয়ে ছিটিয়ে থাকে।

kath-golap-social-media-কাঠগোলাপ

বাংলাদেশে কাঠগোলাপ ফুল কোথায় পাওয়া যায়?

রাজধানীর রমনা পার্ক, চন্দ্রিমা উদ্যান, জাতীয় জাদুঘর গেট, ভিকারুননিসা নূন স্কুল এ্যান্ড কলেজ ক্যাম্পাস, মিন্টু রোডসহ অনেক জায়গায় কাঠগোলাপ ফুল দেখতে পাওয়া যায়। বেশ বড় কাঠগোলাপ গাছ দেখা যায় রমনা পার্কে।

কাঠগোলাপ দেখতে চাইলে জাতীয় জাদুঘর, বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ব্রিটিশ কাউন্সিল, শিশু একাডেমীর বাগান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় চলে যান। কাঠগোলাপ এর দেখা পাবেন।

কাঠগোলাপ ফুল কখন ফোটে? কখন বেশি পাওয়া যায়?

আমাদের দেশেও কাঠগোলাপের দেখা মেলে আবহাওয়ার সঙ্গে মিল থাকায়। সারা বছর ফোটে না এই ফুল। তবে গ্রীষ্ম, বর্ষা ও শরতে বেশি ফুল ফোটে। আর শীতের শেষে ঝরতে শুরু করে। এমনকি পাতাও ঝরে যায়। দেখতে নিষ্পত্র হয়ে যায় গাছ। তখন ন্যাড়া মাথার মতো দেখতে হয়। অন্য গাছের পাশে এটি যেন মরা কোন গাছ। তবে গ্রীষ্মে নতুন প্রাণ পায়। বেশ লম্বা আর বড় বড় পাতা হয়। শুধু কাঠ-গোলাপ এর ফুলই নয়; এর পাতার সৌন্দর্য্যও চোখে পড়ার মতো।

কাঠগোলাপ ফুল সকালে এবং সন্ধ্যায় তাদের সুগন্ধ ছড়ায়।

গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে বছরের বেশিরভাগ সময় জুড়ে ফুল ফোটায় কাঠ-গোলাপ গাছ। শুকনো থেকে মাঝারি আর্দ্রতা, ভালোভাবে শুষ্ককৃত মাটিতে ভাল জন্মায়।

কাঠগোলাপ ফেয়ারি লাইটস

বর্তমানে জনপ্রিয় ই-কমার্স সাইট গুলোতে খুব দেদারছে বিক্রি হচ্ছে আর্টিফিসিয়াল কাঠগোলাপ ( Kathgolap Fairy Lights )। যাদের এই ফুল খুব প্রিয়, তারা সাজিয়ে রাখছেন তাদের ঘরের দেয়াল কিংবা পড়ার টেবিলে। ঘরের সৌন্দর্য বাড়িয়ে তুলছে আর্টিফিসিয়াল কাঠগোলাপ। এক অন্য রকম আবহের সাথে লাইট জ্বলা অবস্থায় এক সুন্দর আর লাইট বন্ধ থাকা অবস্থায় আরেক সুন্দর দেখায়।

Lovely-Frangipani-Wreath-With-Led-Light-For-Vase-Flower-Arrangement-Home-Floral-Decoration-Led-String-Light

Fashionable Artificial Kathgolap Flower

আজকাল গায়ে হলুদ, মেহেদী অনুষ্ঠান সহ যে কোন অনুষ্ঠানে তরুনীদের এবং সাজুগুজু প্রিয়দের সাজের অন্যতম উপকরণে স্থান করে নিচ্ছে কাঠ-গোলাপ। মোটামুটি সবার ক্রয়-ক্ষতার মধ্যে পাওয়া যাচ্ছে কাঠ-গোলাপ এর সাজের উপকরণ গুলো।

  • Fashionable Artificial Kathgolap Flower Hair clip,
  • Kath Golap Necklace Women Fashion,
  • Ladies Stylish Necklace with Finger Ring-Kathgolap mala

এসব নামেই পাওয়া যাচ্ছে। খাঁটি বাংলা বলতে গেলে কাঠগোলাপ ফুল এর নেকলেস, মালা, খোঁপা, ক্লিপ আরো কত কী।

kath-golap-online-store-e-commerce-store-

খোঁপায় গুজে দিব কাঠ গোলাপ ফুল

যদি কখনো তোমাদের শহরে হয় বৃষ্টি,
ভিজে যায় পিচঢালা পথ,
সেদিন কি তুমি পড়বে নীল শাড়ি,নীল চুড়ি,
কপালে নীল টিপ?
আর যদি পড়ে আমায় মনে,
ডেকো আমায়,
গুজে দিব খোঁপায় দুটি কাঠ গোলাপ ফুল,
তোমার ভেজা চুল আর কাঠ গোলাপ এর ঘ্রাণে মাতাল হবো আমি আর চারপাশ ..
আনমনে একই পথে হেটে যাব বহুদূর দুজনায় তোমার হাতটি ধরে...
--- মুহাম্মাদ তরিক

অতি-প্রাকৃত কাঠ-গোলাপ (কবিতা)।

একদিন রোদ্রময় সমুদ্রস্নানে যাওয়ার
দু'মুঠো নিদারুণ ইচ্ছে ছিল জানো?
তোমাকে বলা হয়নি লুকনো সে কথা ।
প্রকৃতি চায় নি উন্মোচিত হোক সে ধ্রুপদী সত্য,
কি দরকার ছাইপাঁশ ইচ্ছেরা কথা বলার?
ভালো আছো শতাব্দীকা?
সেটা না হয় নাইবা জিজ্ঞেস করল কেউ!
কিছু অতি-প্রাকৃত স্বপ্নেরা আজকাল
ভীড় জমায় চোখের কার্নিশে ।
কেউ শুনতে আসে নি সে কথা,
ক্যাকটাসে আঁটকে যায় জীবন!
একদিন না হয় সমুদ্রস্নানে যাওয়ার কথা ছিল!
ফুটপাত ধরে বোহেমিয়ানের মতো হাঁটতে থাকা
এক অর্ধ-শহুরে যুবকের কিছু কবিতার গল্প,
উড়োচিঠি গুলো বেশ ভালই আছে,
হেমায়েতপুরের সুখী মানুষদের মতো,
জীবন যেখানে পদ্মার অতলস্পর্শী স্রোত ।
এই যে শুনছেন??
এক নি:শ্বাস দূরত্বে দাঁড়িয়ে বিশ্বাস নেই ।
অতি-প্রাকৃত স্বপ্নেরা বেশ ভালোই আছে,
শুধু কিছু কাঠ-গোলাপের অসুখ,
দুঃখগুলো প্রার্থনাতে রোজই হাসুক ।। -- সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন

কাঠগোলাপ ফুল এর ছবি; অনলাইন থেকে পাওয়া।

নিচে আমি কিছু কাঠগোলাপ এর ছবি যুক্ত করেছি যেগুলো বিভিন্ন স্যোসাল মিডিয়া থেকে পাওয়া। তো চলুন কাঠ গোলাপ নিয়ে উক্তি, কাঠ গোলাপ নিয়ে কবিতা, গান সম্বলিত ছবি গুলো দেখে নিই।

kath-golap-কাঠগোলাপ-কাঠ-গোলাপ-tech-bangla-info--1 kath-golap-কাঠগোলাপ-কাঠ-গোলাপ-tech-bangla-info--2 kath-golap-কাঠগোলাপ-কাঠ-গোলাপ-tech-bangla-info--3 kath-golap-কাঠগোলাপ-কাঠ-গোলাপ-tech-bangla-info--4 kath-golap-কাঠগোলাপ-কাঠ-গোলাপ-tech-bangla-info--5 kath-golap-কাঠগোলাপ-কাঠ-গোলাপ-tech-bangla-info--6 kath-golap-কাঠগোলাপ-কাঠ-গোলাপ-tech-bangla-info--7 kath-golap-কাঠগোলাপ-কাঠ-গোলাপ-tech-bangla-info--8 kath-golap-কাঠগোলাপ-কাঠ-গোলাপ-tech-bangla-info--9 kath-golap-কাঠগোলাপ-কাঠ-গোলাপ-tech-bangla-info--10 kath-golap-কাঠগোলাপ-কাঠ-গোলাপ-tech-bangla-info--11 kath-golap-কাঠগোলাপ-কাঠ-গোলাপ-tech-bangla-info--12 kath-golap-কাঠগোলাপ-কাঠ-গোলাপ-tech-bangla-info--13 kath-golap-কাঠগোলাপ-কাঠ-গোলাপ-tech-bangla-info--16 kath-golap-কাঠগোলাপ-কাঠ-গোলাপ-tech-bangla-info--17

ভাল থাকুক ফুলের রাজা এবং রানী প্রিয় কাঠ-গোলাপ;

ধন্যবাদ কাঠগোলাপ এর পোস্ট টি পড়ার জন্য। ভাল লাগলে শেয়ার করুন। আর কোন মন্তব্য থাকলে জানাতে ভুলবেন না।

Post a Comment (0)
Previous Post Next Post