ফেসবুক থেকে আয় ২০২২
একটা সময় ছিল যখন অতিরিক্ত ফেসবুক ব্রাউজিং এর জন্য তরুন-সমাজকে মায়-মুরুব্বি, শিক্ষক ও বাবা-মায়ের বকা খেতে হতো। বন্ধু, পাড়া-প্রতিবেশি সবাই একই প্রশ্ন করতোঃ
- সারাদিন ফেসবুকে কি করিস?
- ফেসবুক কি তোরে টাকা দেয়?
- ফেসবুক কি তোরে ভাত দেয়?
তখন কারো কাছে এই প্রশ্ন গুলোর উত্তর না থাকলেও ২০২২ সালে এসে এই প্রশ্ন গুলোর উত্তর অনেকে সহজ হয়ে গেছে। সাধারণ ও সংক্ষিপ্ত উত্তর 'হ্যা' দেয়া ছাড়া উপায় নেই এখন।
সারা বিশ্বে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম হলো ফেসবুক। আর যাই হোক অন্তত এশিয়া মহাদেশে এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন যে কিনা ফেসবুক ব্যবহার করেন। শুধু তাই নয়। বর্তমানে অনলাইনে ইনকাম করার সেরা উপায় গুলোর একটি হলো ফেসবুক। আজকে 'টেক বাংলা ইনফো' এর এই পোস্ট এর মাধ্যমে বিস্তারিত জানানোর চেষ্টা করবো 'ফেসবুক থেকে আয় ২০২২', 'কিভাবে ফেসবুক থেকে টাকা আয় করা যায়?', 'ফেসবুক থেকে আয় করার নিয়ম', 'ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম', 'ফেসবুক ভিডিও থেকে আয়' সহ আরো অনেক কিছু। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।
ফেসবুক থেকে কত টাকা আয় করা যায়?
অনলাইনে আয়ের আসলে কোন পরিধি বা পরিমাপক নেই। ফেসবুকে আয় ইনকামও একই। আর তাই 'ফেসবুক থেকে কত টাকা আয় করা যায়?' এর উত্তর একেক জনের কাছে একেক রকম। তবুও বলি ফেসবুকে কত টাকা আয় করা যায় তা নির্ভর করবে আপনার পণ্য, কন্টেন্ট, ভিজিটর এবং মার্কেটিং এর উপর। তাও যদি সহজে বলি 'প্রতিমাসে ফেসবুক থেকে ২০ থেকে ৩০ হাজার টাকা থেকে শুরু করে ১ লাখ টাকার বেশিও আয়' করছে অনেকেই। এতে অবাক হবার কিছুই নেই। এই পোস্ট টি পুরো পড়লে 'ফেসবুক থেকে কত টাকা আয় করা যায়?' তার উত্তর সহজে পেয়ে যাবেন। সাথেই থাকুন।
ফেসবুক থেকে আয় করব কিভাবে?
দিন দিন ফেসবুকে আয়ের মাধ্যমে বাড়ছেই। কোন এক সময় ফেসবুক কেবল একটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ই ছিল। কিন্তু বর্তমানে এর সাথে যুক্ত আছে 'Business', 'Shop', 'Online Store', 'Marketplace' এই সকল শব্দ গুলো। ২০২২ সালে কেউ যদি জিজ্ঞেস করে 'ফেসবুক থেকে আয় করব কিভাবে?' তাহলে ধরে নিতে হবে সে অনলাইনে ইনকামের দুনিয়ায় এখনো নবীন। তবে এটা দোষের কিছু নয়। সবাই এক সময় নবীন থাকে। ধীরে ধীরে স্কিল ডেভেলপমেট এর মাধ্যমে পাকাপোক্ত ও অভিজ্ঞ হয়।
ফেসবুক থেকে আয় করার সহজ উপায়
ফেসবুক থেকে আয় করার সহজ উপায় হিসেবে অনেক মাধ্যম আছে। যেমন ফেসবুক পেজ, পেজবুক ভিডিও, ফেসবুক শপ ইত্যাদি আরো অনেক উপায়ে ফেসবুক থেকে আয় করা সম্ভব।
আমিতো তো কিছুই জানিনা! আমি কিভাবে ফেসবুক থেকে আয় করবো? আপনি কি জানেন শুধুমাত্র পেজবুক পেজ খুলে ফ্যান ফলোয়ার বাড়িয়ে তা বিক্রি করে অনেকেই আয় করছে ফেসবুক থেকে?
ভাইয়া; ফেসবুক পেজ খুলতে পারবো কিন্তু ফ্যান ফলোয়ার কই পাবো? ফ্যান ফলোয়ার না হলে কি আমি ফেসবুক থেকে টাকা আয় করতে পারবো না?
উত্তর 'হ্যা' পারবেন! হতাশ হবার কিছুই নেই। আপনি ফেসবুক বিজনেস পেজ সেটাপ করা শিখুন; ফেসবুক এড সেটাপ করা শিখুন। এগুলো একেবারেই সহজ কাজ। অনেকেই আছেন যারা অনলাইনে বিজনেস করেন কিন্তু ব্যস্ততার কারণে নিজের ফেসবুক বিজনেস পেজ সেটাপ করার টাইম পাচ্ছেন না; ফেসবুক এড সেটাপ করার টাইম পাচ্ছেন না। তারা এমন লোক খুঁজেন হায়ার করার জন্য যে কিনা ফেসবুক বিজনেস পেজ সেটাপ করতে পারে, ফেসবুক এড সেটাপ করতে পারে।
ফেসবুক থেকে আয় করার নিয়ম
আপনি ফেসবুক থেকে অনেক ভাবেই আয় করতে পারবেন। তো চলুন জেনে নেয়া যাক 'ফেসবুক থেকে আয় করার নিয়ম' গুলো কি কি। নিচের লিস্ট থেকে জেনে আসি
'ফেসবুক থেকে আয় করার সেরা ৫ টি নিয়ম ও উপায়'।
- ফেসবুক বিজনেস পেজ, এড সেটাপ করে আয়
- ফেসবুক পিক্সেল সেটাপ করে আয়
- ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে আয়
- ফেসবুক ভিডিও এর মাধ্যমে ইনকাম
- ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ফেসবুক থেকে আয়-রোজগার
আপনি হয়তো জানেন বর্তমানে সারা বিশ্বের মত বাংলাদেশেও একটি সৃজনশীল পেশার নাম ফ্রিল্যান্সিং। বাংলাদেশী তরুণ-তরুনীরা এখন এই পেশার দিকে বেশি ঝুঁকছে। আপনি যদি ফেসবুক সম্পর্কে সাধারণ জ্ঞান থাকে তাহলেও আপনি ফ্রিল্যান্সিং করে আয়-রোজগার করতে পারবেন। আপনি জেনে জেনে অবাক হবেন যে বর্তমানে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলোতে ফেসবুক এর কাজের কি পরিমাণ চাহিদা। নিচে ফাইভার ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস এর একটি স্ক্রিনশট দিলাম। ফাইভারে আপনি ফ্রিল্যান্সার হিসেবে কি কি সার্ভিস বিক্রি করে ইনকাম করতে পারবেন? সেগুলো নিচের ছবিতেই দেখুন।
শুধুমাত্র ফাইভার মার্কেটপ্লেস নয়; অন্যান্য জনপ্রিয় সকল ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলোতে ফেসবুক সংক্রান্ত কাজের প্রচুর চাহিদা রয়েছে। একইভাবে আপনি আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com সহ অন্য গুলোতেও একই চিত্র দেখতে পাবেন।
ফেসবুক থেকে টাকা ইনকাম করার উপায়
সঠিক গাইডলাইন ও দিক-নির্দেশনা মেনে আপনি ফেসবুক থেকে অনেক গুলো উপায়ে টাকা আয় করতে পারবেন। অন্যান্য দেশের তুলনায় দিন দিন জনপ্রিয় হচ্ছে ফেসবুকের মাধ্যমে ইনকাম। আপনার স্কিল যদি জিরোও হয়; আপনি ঘরে বসে অনায়াসেই ইনকাম করতে পারবেন ফেসবুক এর মাধ্যমে। 'ফেসবুক থেকে টাকা ইনকাম করার উপায়' গুলো আমরা একে একে আলোচনা করবো এখানে। সাথেই থাকুন।
ফেসবুকে কিভাবে টাকা আয় করা যায়?
যে কোন পণ্যের বিক্রির জন্য প্রচার ও প্রসারের অন্যতম হাতিয়ার হলো বিজ্ঞাপন। পৃথবীর বড় বড় যত প্রতিষ্ঠান আছে জায়ান্ট গুগল থেকে শুরু করে ফেসবুক সহ বাকি সবাই; এরা চলে মূলত বিজ্ঞাপনের টাকায়। আর তাদের সেই বিজ্ঞাপন প্রচার প্রসারে যদি আপনি অংশীদার বা, পার্টনার হতে পারেন তাহলে বিজ্ঞাপন এর লভ্যাংশ থেকে আপনিও টাকা পাবেন।
এবার আসি 'ফেসবুকে কিভাবে টাকা আয় করা যায়?' তার উত্তরে। ফেসবুকে আপনি অনেক উপায়ে টাকা আয় করতে পারবেন। তার মধ্যে ফেসবুকে টাকা আয় করার সেরা ও জনপ্রিয় ১০ টি উপায় নিচে উল্লেখ করা হলো।
ফেসবুকে টাকা আয় করার সেরা ও জনপ্রিয় ১০ টি উপায়ঃ
- এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে টাকা ইনকাম
- মার্কেটিং ম্যানেজার হিসেবে টাকা আয়-রোজগার
- লাইক শেয়ার করে টাকা ইনকাম
- ফ্যান পেইজ ও গ্রুপ বিক্রয় করে আয়
- পণ্য বেচাকেনার মাধ্যমে ইনকাম
- বিজ্ঞাপন এর মাধ্যমে ফেসবুকে আয়
- ইনস্ট্যান্ট আর্টিকেল এর মাধ্যমে টাকা আয়
- ফেসবুক অ্যাপ থেকে টাকা ইনকাম
- পেইড কোর্স বিক্রির প্রোমশন এর মাধ্যমে আয়
- বিভিন্ন অনলাইন প্রতিযোগিতার মাধ্যমে আয়-রোজগার
ফেসবুকে আপনি শুধু উপরে উল্লেখিত সেরা ও জনপ্রিয় ১০ টি পদ্ধতি গুলোতেই নয়; আরো অনেক উপায়ে ইনকাম ও আয়-রোজগার করতে পারবেন। ফেসবুক মারকেটপ্লেস থেকে শুরু করে ফেসবুক ইভেন্ট সহ ফেসবুকে জব খোঁজা ও টিউশন খোঁজার মাধ্যমে আয়-রোজগার করার অনেক পথ খুঁজে পাবেন।
ফেসবুকে কিভাবে টাকা আয় করা যায়? এ নিয়ে একটি অডিও শুনুন। ভাল কিছু দিক-নির্দেশনা পাবেন।
ফেসবুক থেকে টাকা কামানোর উপায়
একটা সময় ফেসবুক কেমল একটা স্যোসাল মিডিয়া বা, সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবেই ছিল। কিন্তু বর্তমানে অনলাইনে ইনকাম করার সেরা উপায় গুলোর মধ্যে অন্যতম উপায়ের নাম হলো ফেসবুক ইনকাম। আপনি ফেসবুক থেকে টাকা কামানোর উপায় বা, মাধ্যম হিসেবে অনেকে কিছুই পাবেন। যেমনঃ ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ, ফেজবুক ম্যাসেঞ্জার, ফেসবুক ইভেন্ট, ফেসবুক ভিডিও এরকম আরো অনেক উপায় আছে। এগুলো কে ব্যবহার করে আপনি অনায়াসেই ইনকাম জেনারেট করতে পারবেন ফেসবুক থেকে।
ফেসবুকে কিভাবে টাকা আয় করা যায়? অনলাইনে ইনকাম এর আশায় আসা নতুনদের একটি সাধারণ জিজ্ঞাসা এটি। কিছুদিন আগেও অনেকেই ভাবতো ফেসবুক থেকে আবার কিভাবে টাকা আয় করা যায়? আদৌ কি সম্ভব? প্রযুক্তি ও দ্রুত গতির ইন্টারনেট মানুষের আয়-রোজগার এর পথ কে অনেক সুগম করে দিয়েছে। এখন ঘরে বসেই লাখ লাখ টাক আয় করছে মানুষ অনলাইন থেকে। 'ফেসবুক থেকে টাকা কামানোর উপায়' গুলো এখানে আমরা ধাপে ধাপে জেনে নিবো।
ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম
এবার আসা যাক 'ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম' নিয়ে। ফেসবুক পেজ থেকে আসলে কিভাবে টাকা ইনকাম করা যায়? পেজবুক পেজ থেকে টাকা ইনকাম করা কি সম্ভব? চলুন জেনে আসি ফেসবুক পেজ থেকে টাকা ইনকামের পদ্ধতি।
একটা Facebook Page খুলুন। সেখানে নিয়মিত সুন্দর সুন্দর পোস্ট করুন। মানুষের উপকারে এমন পোস্ট দিন নিয়মিত। এর পাশাপাশি আপনার ফ্রেন্ড-লিস্ট এ থাকা বন্ধুদের ইনভাইট করুন। পেজে লাইক দেয়ার জন্য কাছের বন্ধুদের উৎসাহিত করুন। ভাল ভাল এবং উপকারী পোস্ট দিলে পেজের লাইক বাড়তে থাকবে। পেজের লাইক দশ হাজার হয়ে গেলে আপনি পেজ টা বিক্রি করে ইনকাম করতে পারবেন। আর বিক্রি না করেও পেজে বিভিন্ন পেইড পোস্ট এর মাধ্যমে আয়-রোজগার করতে পারবেন। অনেকেই এভাবে ইনকাম করছে পেইড প্রোমশন এর মাধ্যমে।
Facebook Group থেকে টাকা ইনকাম
ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম এর মত আপনি একই ভাবে ফেসবুক গ্রুপের মাধ্যমেও আয় করতে পারবেন। সেটা কিভাবে? আপনি একটা গ্রুপ খুলুন। একই ভাবে গ্রুপের Members / Followers বাড়ান, একটা সময় সেই গ্রুপ থেকে ভালো পরিমানে ইনকাম করতে সক্ষম হবেন। গ্রুপে নিয়মিত উপকারী ও মজার মজার কনটেন্ট পোস্ট করতে থাকুন। ১০ হাজার active members জোগাড় হয়ে গেলেই ইনকাম করা শুরু করে দিতে পারবেন।
Facebook Page ও Facebook Group থেকে কিভাবে ইনকাম করা যায়?
আপনার ফেসবুক পেইজ অথবা ফেসবুক গ্রুপের মেম্বার ১০ হাজার হয়ে গেলে আপনি চিন্তা করবেন ইনকাম নিয়ে। এর আগে নয়। তো চলুন জেনে আসি কিভাবে Facebook Page ও Facebook Group থেকে টাকা ইনকাম করা যায়?
নিচের লিস্ট এ দেখানো ৪ উপায়ে আপনি খুব সহজে Facebook Page ও Facebook Group থেকে টাকা আয় করতে পারবেন।
- Facebook Page ও Facebook Group বিক্রির মাধ্যমে ইনকাম
- পেইড Sponsored Content পাবলিশ এর মাধ্যমে আয়
- আপনার নিজের কোন Product অথবা Services যদি থাকে সেটা প্রোমশন ও বিক্রির মাধ্যম ইনকাম
- Facebook Page ও Group থেকে বিভিন্ন ব্লগে কিংবা YouTube Channel গুলোতে ট্রাফিক/ভিজিটর আনার জন্য হায়ার হবেন
উপরে উল্লেখিত উপায় গুলো ছাড়া আরো অনেক উপায় আছে Facebook Page ও Facebook Group থেকে ইনকাম করার।
ফেসবুক ভিডিও থেকে আয়
আপনি আমি হয়তো ফেসবুকে সময় কাটাই, টাইম পাস করি বিনোদন নিতে। আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন খুব সাধারণ একটা বিষয়, সেটা হলো ভিডিও দেখার সময় দেখবেন ভিডিও তে এড শো হচ্ছে। এড শো হচ্ছে মানে আপনি আমি ভিডিও দেখতেছি আর যার ভিডিও দেখছি সে কিন্তু ইনকাম করে নিচ্ছে। বর্তমানে 'ফেসবুক ভিডিও থেকে আয়' একটা মামুলি ব্যাপার। কারণ কোন স্কিল ছাড়াই এখানে ইনকাম সম্ভব। সেটা কিভাবে? 'ফেসবুক ভিডিও থেকে আয়' করার জন্য আহামরি কোন কিছুরই প্রয়োজন পড়েনা। চলতে ফিরতে দৈনন্দিন জীবনে ঘটমান বিষয় গুলো ফেসবুকে আপ্লোড করে টাকা আয় করছে অনেকেই। শুধুমাত্র একটা স্মার্টফোন থাকলেই হলো। স্মার্টফোন ফোন নেই এমন লোক এখন হাজারে একজন পেতে কস্টকর হবে। স্মার্টফোন এর মাধ্যমে সহজেই ভিডিও তৈরি করা যায় এবং ফেসবুকে আপ্লোড করা যায়। Facebook Video Monetization বা, In-Stream Ads এর সাহায্যে ফেসবুক ভিডিও থেকে আয় করা যায় খুব সহজেই।
ফেসবুক ভিডিও মনিটাইজেশন পাওয়ার জন্য কী কী লাগবে?
ফেসবুক ভিডিও মনিটাইজেশন এর জন্য আপনাকে কিছু শর্ত মানতে হবে। কি সেই শর্ত গুলো? সেই শর্ত বা, নিয়ম গুলো হলো যেমনঃ
- আপনার একটি সেটাপ করা Facebook Page থাকতে হবে
- সেই পেইজে পেইজে ১০ হাজার লাইক থাকা লাগবে
- ফেসবুক পলিসিতে নিষিদ্ধ এমন ভিডিও আপলোড করা যাবেনা
- বিগত ৬০ দিনে আপনার আপলোডকৃত ভিডিওতে কমপক্ষে ৩০ হাজার ভিউস থাকতে হবে
- আপলোডকৃত ভিডিও এর গড়ে ১ মিনিটের বেশি ভিউ হতে হবে
- প্রতিটি ভিডিও মিনিমাম ৩ মিনিট দীর্ঘ হতে হবে
- ফেসবুকে ইনাকামের জন্য আপনার বয়স অবশ্যই ১৮ হতে হবে
- ফেসবুক এর Partner Monetization Policies মেনে ভিডিও তৈরি করতে হবে
উপরে উল্লেখিত নিয়ম গুলো বা, শর্তগুলো খুব বেশি জটিল না। এগুলো মেনে আপনি ফেসবুক ভিডিও মনিটাইজেশন পেয়ে টাকা ইনকাম করতে পারবেন।
অনলাইনে ইনকাম করার সেরা উপায় ফেসবুক মার্কেটপ্লেস
আপনি জেনে অবাক হবেন যে আপনি যে কোন পণ্য ঘরে বসেই বিক্রি করে দিতে পারবেন খুব সহজে । আর তা সম্ভব হবে 'ফেসবুক মার্কেটপ্লেস' এর মাধ্যমে। এখানে আপনি নতুন পুরাতন যে কোন পণ্য নিমিষেই বিক্রি করে দিতে পারবেন। আমি আমার পুরাতন মনিটর টা বিক্রি করে দিয়েছি 'ফেসবুক মার্কেটপ্লেস' এ। আবার নতুন টা কিনেছিও 'ফেসবুক মার্কেটপ্লেস' থেকেই। এবং তা ঘরে বসেই।
ফেসবুক মার্কেটপ্লেস এর মাধ্যমে আপনি ঘরে বসে আয় করতে পারবেন খুব সহজেই। কাস্টমার খুঁজার জন্য আপনাকে কোন বেগ পেতে হবে না!
কিভাবে 'অনলাইনে ইনকাম করার সেরা উপায় ফেসবুক মার্কেটপ্লেস?' তা বলছি। এখানে আপনি শুধু আপনার প্রোডাক্ট এর দাম, ছবি আপলোড ও বিবরন সংক্ষেপে লিখে দিলেই হবে। বাদ বাকী দায়িত্ব ফেসবুকের। কাস্টমার এসে দেখবেন আপনাকে ম্যাসেঞ্জার এ Knock করছে। বিস্তারিত আলাপ-চারিতা ও বাৎচিতের মাধ্যমে পণ্য বিক্রি করে আয় করা খুব সহজ।
নিচে একটা ছবি দিলাম অনলাইনে ইনকাম করার সেরা উপায় ফেসবুক মার্কেটপ্লেস এর।
ফেসবুক মার্কেটপ্লেস এর মাধ্যমে আয়-রোজগার করার জন্য দরকার আপনার একটু সামান্য ব্যবসায়িক মন-মানষিকতা। জিরো স্কিল থাকলেও এখানে ইনকাম করতে পারবেন নতুন কিংবা পুরাতন যে কোন পণ্য বিক্রির মাধ্যমে!
এরপরেও কি আপনি থেমে থাকবেন? কেন থেমে থাকবেন? খোঁজ নিয়ে দেখুন আপনার খুব কাছের বন্ধুটিও আপনার চেয়েও অনেক কম স্কিল নিয়ে অনায়াসেই ইনকাম করছে ফেসবুক থেকে।
ফেসবুকে খুঁজে বের করুন পার্ট টাইম ও ফুল টাইম জব
শুধুমাত্র ইনকামের উৎস বা, উপায় হিসেবে নয়; ফেসবুকে এখন পাওয়া যায় পার্ট টাইম ও ফুল টাইম জব সহ যে কোন ধরণের চাকরি। আপনার ক্যারিয়ার গড়তে সহায়ক হবে ফেসবুক জব। আপনার একাউন্ট থেকে আপনি খুব সহজে জবের জন্য এপ্লাই করতে পারবেন আপনার স্কিল অনুযায়ী।
আপনার লোকেশন অর্থাৎ আপনি যে শহরে বা যে স্থানে অবস্থান করছেন সে স্থানে প্রতিষ্ঠান গুলোতে কি কি জব পজিশনে ব্যাকেন্সি আছে সেগুলোতে আপনি এপ্লাই করতে পারবেন জবের জন্য। নিচে এটা ছবি দিলাম ফেসবুকে খুঁজে বের করুন পার্ট টাইম ও ফুল টাইম জব এর।
এই পর্যন্ত এসেও কি আপনার মনে প্রশ্ন থেকে যাচ্ছে? 'ফেসবুকে কিভাবে টাকা আয় করা যায়?', 'ফেসবুক থেকে আয় করব কিভাবে?', 'ফেসবুক থেকে কত টাকা আয় করা যায়?'! আমি মনে করি 'না'! এই প্রশ্ন আপনার মনে আর না থাকারই কথা।
'ফেসবুক থেকে আয় ২০২২'; 'ফেসবুকে কিভাবে টাকা আয় করা যায়?' এ নিয়ে একটি ইউটিউব ভিডিও দেখুন। সুন্দর একটি গাইডলাইন পাবেন। ফেসবুক থেকে টাকা আয় করার নিয়ম জানতে পারবেন।
ধন্যবাদ আপনাকে 'ফেসবুক থেকে আয় ২০২২ | ফেসবুকে কিভাবে টাকা আয় করা যায়?' বিষয়ক আয়োজনে আমাদের সাথে থাকার জন্য। আপনার কোন প্রশ্ন, মন্তব্য কিংবা পরামর্শ থাকলে তা কমেন্ট এ জানান। আপনার কাছে ফেসবুকে আয় ২০২২ নিয়ে কোন সিক্রেট ট্রিক্স থাকলে তাও জানান। নতুনদের অনেক কাজে আসবে। আপনার 'ফেসবুক থেকে আয় ২০২২' হোক সাফল্যময় এই কামনায় আজ এখানেই বিদায় নিচ্ছি। হাজির হবো 'অনলাইনে ইনকাম' এর নতুন কোন আর্টকেল নিয়ে। ভাল থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন। ২০২২ সাল আপনার জীবনে বয়ে আনুক সফলতার মাইলফলক!
স্যার, আপনার এই পোস্ট পড়ার পর আমার মাথা এসব প্রথম আসলো এই বিষটা, দয়া করে বলবেন আমি কোথায় থেকে এই প্রথাম কাজ চুরু করবো.. যেহেতু আমি নতুন।
ReplyDelete