Google Web Stories মানে কি? গুগল ওয়েব স্টোরিজ ইনকাম ২০২২

Google Web Stories মানে কি?

আপনি যদি অনলাইন দুনিয়ায় নতুন কিংবা ব্লগিং জগতে নবীন হয়ে থাকেন তাহলে ' Google Web Stories ' আপনার কাছে হয়তো নতুন মনে পারে। মনে হতে পারে ব্রান্ড নিউ কোন গুগল ফিচার কিংবা একটি নতুন গুগল প্রোডাক্ট । কারো কারো কাছে আবার মনে হতে পারে এটি নতুন কোনট্রেন্ডিং টপিক। এটা অস্বাভাবিক কিছুনা। কিন্তু ভেবে অবাক হবেন যে আপনার ওয়েবসাইটে অরগানিক ভিজিটর নিয়ে আসার ক্ষেত্রে এই 'গুগল ওয়েব স্টোরিজ' কি পরিমাণ চালিকা শক্তি হিসেবে কাজ করে তা কেমল অনুধাবনের ব্যাপার।

আজকে আমরা 'টেক বাংলা ইনফো' -এর এই পোস্ট এর মাধ্যমে 'গুগল ওয়েব স্টোরিজ' নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করবো। 'গুগল ওয়েব স্টোরিজ কি?', গুগল ওয়েব স্টোরিজ মানে কি?', 'গুগল ওয়েব স্টোরিজ এর মান্ধ্যমে কিভাবে হাজার হাজার অরগানিক ট্রাফিক আনা যায়?', 'গুগল ওয়েব স্টোরিজ এর মাধ্যমে কিভাবে আয় করা যায়?' এসব নিয়েই জানবো। সাথে থাকবে 'গুগল ওয়েব স্টোরিজ এর সেরা ৭ টি উপকারিতা'।

Google Web Stories-Make-Money-Online

তো প্রথমেই জেনে নিই 'Google Web Stories মানে কি?' এর উত্তর। 'গুগল ওয়েব স্টোরি কি?' একটি ওয়েবসাইটের মূল চালিকা শক্তি হলো ট্রাফিক বা, ভিজিটর। খুব সুন্দর করে সাইট বানালেন, সাইটের ডিজাইন করলেন মনের মাধুরী মিশিয়ে; কন্টেন্টও পাবলিশ করলেন কিন্তু ভিজিটর বা, ট্রাফিক আসেনা। তাহলে সেই সাইট নিয়ে সাইটের মালিকের কি দুঃখ আর পেরেশানি তা ভুক্তভোগী ছাড়া আর কেউ জানেনা। আর একটি ওয়েবসাইটের জন্য অরগানিক ট্রাফিক যে কি পরিমাণ গুররুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখিনা। বর্তমানে ওয়েবসাইটে অরগানিক ট্রাফিক নিয়ে আসার একটি সিক্রেট টিপস ও কার্যকরী মাধ্যম এর নাম 'গুগল ওয়েব স্টোরিজ'।

গুগল ওয়েব স্টোরিজ বলতে কি বুঝায়?

সারা বিশ্বব্যাপী জনপ্রিয় টেক জায়ান্ট গুগল এর অনেক গুলো সার্ভিস এর মধ্যে 'গুগল ওয়েব স্টোরিজ'ও একটি। চলুন একটি উদাহরণ এর মাধ্যমে বুঝে নিই 'গুগল ওয়েব স্টোরিজ বলতে কি বুঝায়? তার উত্তর। '

আমরা তো জানি 'Content Is King! ' যার মানে হলো অনলাইন দুনিয়ায় রাজা হলো 'Content'! কিন্তু শুধু রাজা থাকলে তো হবে না শুধু! রাজ্যে যত বেশি প্রজা থাকবে রাজার ও রাষ্ট্রের ক্ষমতা ও শক্তি তত বেশি হবে। অনলাইন দুনিয়ায় আপনি যদি 'Content' কে King বলে থাকেন তাহলে আমি Website কে বলি রাষ্ট্র আর সেই রাষ্ট্রের জনগণ হলো ট্রাফিক বা, ভিজিটর। বর্তমানে ওয়েবসাইটে অরগানিক ট্রাফিক নিয়ে আসার প্রধান ও অন্যতম সিক্রেট ট্রিক্স এর নাম হলো 'গুগল ওয়েব স্টোরিজ'।

নিচে একটি অডিও দেয়া হলো Google Web Stories নিয়ে বিস্তারিত।

এটি ২০১৮ সালে যখন প্রথম লাউঞ্চ হয় তখন এর নাম ছিল ' AMP Stories'। দিনে দিনে 'গুগল ওয়েব স্টোরিজ' জনপ্রিয় হতে চলেছে।

Google Web Stories এর মাধ্যমে কিভাবে আয় করা যায়?

আপনি গুগল ওয়েব স্টোরিজ এর মাধ্যমে আয় করতে পারবেন। কিন্তু সেটা কিভাবে? Google Web Stories এর মাধ্যমে কিভাবে আয় করা সম্ভব?

আপনার যদি একটি এডসেন্স এপ্রোভ সাইট থাকে তাহলে আপনি গুগল ওয়েব স্টোরিজ এর মাধ্যমে আপনার সাইটে হাজার হাজার অরগানিক ট্রাফিক নিয়ে আসতে পারবেন। আপনার সাইটে যত বেশি অরগানিক ভিজিটর আসবে আপনার আয়ও তত বেশি হবে। আর তাই ২০২২ সালে অনলাইনে ইনকাম এর জন্য একটি অন্যতম সোর্স হতে পারে 'Google Web Stories'।

গুগল ওয়েব স্টোরিজ কিভাবে কাজ করে?

এখন প্রশ্ন হলো 'গুগল ওয়েব স্টোরিজ কিভাবে কাজ করে?' আমরা সবাই বেশির ভাগ স্মার্টফোন, এন্ড্রয়েড ফোন ইউজ করে থাকি। একটু খেয়াল করলে দেখবেন আপনার এন্ড্রয়েড মোবাইল ফোনে যখন আপনি গুগল ক্রোম ব্রাইজারে গিয়ে কোন ওয়েবসাইটে ঢুকবেন ঠিক তার আগেই কিছু সাইটের পোস্ট দেখতে পাবেন বা, শো হবে। এছাড়াও আপনার মোবাইল ফোনে যে গুগল সার্চ এপ্স টি আছে সেটাতে গিয়ে কোন কিছু সার্চ দেয়ার আগে আমরা কিছু ওয়েবসাইটের পোস্ট দেখতে পাই। যেমন আমি নিচে আমার মোবাইল ফোনের গুগল এপ্স থেকে একটি স্ক্রিনশট শেয়ার করলাম আপনাদের বুঝার সুবিদার্থে।

google-web-stories-mobile-screenshot

Google Web Stories কোথায় কোথায় দেখানো হয়?

গুগল ওয়েব স্টোরিজ কোথায় কোথায় দেখা যায়? Google Web Stories কোথায় কোথায় দেখানো হয়? এটি মূলত 'Visual Content Format' হিসেবে সারা ইন্টারনেট দুনিয়ায় দেখানো হয়ে থাকে গুগল এর মাধ্যমে।

বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যেভাবে ভিজুয়াল কনটেন্ট যেভাবে দেখতে পাই ঠিক সেভাবে 'গুগল ওয়েব স্টোরিজ' শো হয়ে থাকে। যেমন উদাহরণ হিসেবে যদি বলি তাহলে, আমরা যে রকম ইন্সটাগ্রামে/ইমোতে স্টোরি আকারে কোন কিছু যেমন ছবি, ভিডিও, কিংবা অডিও শেয়ার করলে তা সবাই দেখতে পায় ঠিক সেভাবে স্মার্টফোন ফোন এর মাধ্যমে গুগলে আসলে সবাই 'গুগল ওয়েব স্টোরিজ' দেখতে পায়।

Google Web Stories কোথায় দেখানো হয়? কিংবা শো হয়?

  • SERP এ
  • Google Discover এ
  • Online Publications এ

Google Web Stories কিভাবে তৈরি করবো?

আমি Google Web Stories কিভাবে তৈরি করবো? , আমি আমার ওয়েবসাইট এর জন্য কিভাবে Google Web Stories বানাবো? আপনি গুগল ওয়েব স্টোরিজ তৈরির জন্য কিছু গাইডলাইন ফলো করতে হবে। এখানে পাঁচটি খুব সহজ স্টেপ এ Google Web Stories তৈরি করার লিংক দিচ্ছিঃ Five steps to create your first Web Story

এছড়াও সহজে Google Web Stories বানানোর জন্য আরো জানতে পড়ুনঃ Enable Web Stories on Google

এটাও দেখতে পাবেন। এডিটর এবং স্লাইডের মাধ্যমে গাইডলাইন দেয়া হয়েছে কিভাবে গুগল ওয়েব স্টোরিজ বানাবেন বা, তৈরি করবেন। Google Web Stories Tips

এই বিষয় গুলো জানা জরুরীঃ Best practices for creating Web Stories এবং Google Web Stories SEO: What You Need to Know

Google Web Stories তৈরি নিয়ে একটি ক্যাসস্টাডি পড়ে নিতে পারেন এখান থেকেঃ How I Successfully Make Google Web Stories For My Food Blog?। আশাকরি ভাল একটি ধারণা পাবেন।

তো এবার চলুন কিভাবে Google Web Story বানাবেন? তা নিয়ে একটি ভিডিও দেখে আসি।

গুগল ওয়েব স্টোরিজ তৈরির নিয়ম গুলো কি কি?

তো চলুন জেনে আসি গুগল ওয়েব স্টোরিজ তৈরির নিয়ম গুলো কি কি? আপনি কি কি নিয়ম মেনে গুগল ওয়েব স্টোরিজ বানাবেন? সেগুলোর একটি লিস্ট নিচে দিলাম।

Google Web Stories তৈরির নিয়ম

  • কপিরাইট ইস্যু তে ধরে এমন কোন কন্টেন্ট যেমন ছবি, লিখা, ভিডিও পাবলিশ করবেন না।
  • ওয়েব স্টোরিজ এর টেক্সট গুলো ১৮০ শব্দের মধ্যে সীমাবদ্ধ রাখুন।
  • ভাল কোয়ালিটির ছবি ও ভিডিও দিয়ে ওয়েব স্টোরিজ বানান।
  • এপিলিয়েট লিংক স্টোরিতে দিবেন না।
  • ভিডিও সর্বনিম্ন ১৫ সেকেন্ড এবং সর্বোচ্চ ৬০ সেকেন্ড এর করতে হবে।
  • অডিও এর ক্ষেত্রে সর্বনিম্ন ৫ সেকেন্ড হতে হবে; অডিও এর সাউন্ড High-Quality হতে হবে।
  • ওয়েব স্টোরি অবশ্যই মোবাইল রেস্পন্সিভ বা, ডিভাইস ফ্রেন্ডলি হতে হবে।
  • পেইজ বা, স্লাইড সর্বনিম্ন ৫ টি এবং সর্বোচ্চ ৩০ টির বেশি যেন না হয়।

আপনি যদি আপনার ওয়েবসাইটে হাজার হাজার ট্রাফিক আনতে চান তাহলে সঠিক নিয়ম মেনেই গুগল ওয়েব স্টোরিজ তৈরি করুন। সঠিক নিয়ম না মেনে আগালে ভাল ফলাফল আশা করা বৃথা।

গুগল ওয়েব স্টোরিজ এর SEO Value কেমন?

যে কোন ওয়েবসাইটের এসইও করা হয় কি উদ্দ্যেশ্যে? নিশ্চয়ই গুগল রাংকিং এর জন্য! তাই নয় কি? আর গুগল রাংকিং এর জন্য ট্রাফিক বা, ভিজিটর তো বাধ্যতামুলক। গুগল ওয়েব স্টোরিজ মূল প্রতিপাদ্য হলো অরগানিক ভিজিটর। সুতরাং সহজেই বুঝতে পারছেন ' গুগল ওয়েব স্টোরিজ এর SEO Value কেমন? '।

ওয়ার্ডপ্রেস সাইটে কিভাবে Google Web Stories Install করবো?

গত কিছুদিন আগেও ওয়ার্ডপ্রেস এর জন্য 'গুগল ওয়েব স্টোরিজ' এর কোন প্লাগিন ছিল না। ২০২০ সাল থেকে GitHub এ গুগল ওয়েব স্টোরিজ এর একটি Beta Version বের হয় গুগল এর অফিসিয়াল থেকেই। কিন্তু বর্তমানে ওয়ার্ডপ্রেস এর জন্য একটি স্বতন্ত্র প্লাগিন হিসেবে ইন্সটল করে ওয়ার্ডপ্রেস সাইটে 'গুগল ওয়েব স্টোরিজ' চালু করা যায়। এখন আপনি চাইলে আপনার ওয়ার্ডপ্রেস সাইটে খুব সহজে চালু করে নিতে পারেন প্লাগিন টি ইন্সটল করার মাধ্যমে।

নিচে আমি এই প্লাগিন টির একটি স্ক্রিনশট যুক্ত করেছি।

google-web-stories-plugin-for-wordpress-tech-bangla-info

গুগল ওয়েব স্টোরিজ ওয়ার্ডপ্রেস প্লাগিন এর ডাউনলোড লিংকঃ Web Stories By Google। এটি Open Source, তাই ফ্রিতে ইন্সটল করা যাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে। অন্যান্য প্লাগিন এর মতই ইন্সটল করে পরবর্তী স্টেপ গুলো অনুসরণ করে সহজেই আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে 'গুগল ওয়েব স্টোরিজ' প্লাগিন টি সেটাপ করে নিতে পারবেন।

Blogger সাইটে কিভাবে Google Web Stories যুক্ত করবো?

যারা ব্লগার প্লাটফর্ম এ ওয়েবসাইট বানিয়েছেন তারাও খুব সহজে আপনাদের ওয়েবসাইটে গুগল ওয়েব স্টোরিজ তৈরি করে নিতে পারবেন।

এর জন্য আপনাকে প্রথমে যেতে হবে stories.google/tools এ। সেখানে নিচের স্ক্রিনশট এর মত দেখতে পাবেন।

Blogger-সাইটে-কিভাবে-Google-Web-Stories-যুক্ত-করবো-

এবার এখান থেকে যেতে হবে ' MakeStories ' এ।

এবার আপনার জিমেইল একাউন্ট দিয়ে সাইনাপ করুন।

google-web-stories-MakeStories

এভাবে পরবর্তী স্টেপ গুলো তে গিয়ে স্টেপ বাই স্টেপ ধাপ গুলো ফলো করে সহজে আপনি আপনার ব্লগার সাইটেও গুগল ওয়েব স্টোরিজ এপ্লাই করতে পারেবন।

আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন; কিংবা ব্লগিং এর মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়ার চেষ্টা করে যাচ্ছেন তাহলে 'Google Web Stories' আপনার ওয়েবসাইটে অরগানিক ট্রাফিক আনার জন্য খুবই দরকারী। বিশেষ করে যারা ব্লগিং ও এপিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে আয় করার জন্য নিয়মিত কাজ করে যাছেন তাদের জন্য এটি একটি কার্যকরী Google Feature

Google Web Stories এর সেরা ৭ টি উপকারিতাঃ

গুগল ওয়েব স্টোরিজ নিয়ে তো অনেক কথা বলা হলো। এবার চলুন জেনে নিই 'গুগল ওয়েব স্টোরিজ এর সেরা ৭ টি উপকারিতা'।

  1. নতুন নতুন ভিজিটর পাওয়া
  2. সহজে সুন্দর কন্টেন্ট তৈরি
  3. অরগানিক ভিজিটর পাওয়া
  4. সহজে পোস্ট গুগল ইনডেক্স হওয়া
  5. দ্রুত সময়ে পোস্ট গুগল ইনডেক্স পাওয়া
  6. গুগল এনালাইটিক্স এর ক্ষেত্রে ভুমিকা
  7. মনেটাইজেশনের ক্ষেত্রে

তো চলুন বিস্তারিত জেনে আসি একে একে 'গুগল ওয়েব স্টোরিজ এর সেরা ৭ টি উপকারিতা'।

নতুন নতুন ভিজিটর পাওয়া

যেহেতু এটি গুগলের একটি নিজস্ব ফিচার, সেহেতু আপনি 'গুগল ওয়েব স্টোরিজ' এর মাধ্যমে প্রতিনিয়ত নতুন নতুন ভিজিটর পাবেন। এর মাধ্যমে আপনার সাইটের অরগানিক ট্রাফিক দিন দিন বাড়তে থাকবে। দৈনিক হাজার হাজার ভিজিটর আসবে আপনার ওয়েবসাইটে।

সহজে সুন্দর কন্টেন্ট তৈরি

'Google Web Stories' এর Visual Storytelling এর মাধ্যমে আপনি সহজে সুন্দর কন্টেন্ট তৈরি করতে পারবেন। গুগল ওয়েব স্টোরিজ এর Immersive Storytelling এর মাধ্যমে নিজের স্বাধীন মত আকর্ষনীয় কন্টেন্ট তৈরি করে সাইটে ট্রাফিক নিয়ে আসতে সক্ষম হবেন।

অরগানিক ভিজিটর পাওয়া

কে না চাইবে তার ওয়েবসাইটে অরগানিক ভিজিটর আসুক! 'গুগল ওয়েব স্টোরিজ' এর মাধ্যমে আপনার ওয়েবসাইটে যে ট্রাফিক বা, ভিজিটর আসে তা ১০০% অরগানিক ভিজিটর। এতে কোন সন্দেহের অবকাশ নেই। যে কোন ওয়েবসাইট এর জন্য অরগানিক ট্রাফিক কত উপকারী তা বলার অপেক্ষা রাখিনা।

সহজে পোস্ট গুগল ইনডেক্স হওয়া

আপনার ওয়েবসাইটের কোন পোস্ট সহজে ইনডেক্স হয়ে সহায়ক ভুমিকা পালন করবে 'গুগল ওয়েব স্টোরিজ'। কোন পোস্ট যতক্ষন পর্যন্ত ইনডেক্স হয়না ততক্ষন পর্যন্ত টেনশনে থাকতে হয়। এর জন্য আমরা সোস্যাল মিডিয়া শেয়ার থেকে শুরু করে আরো অনেক ভাবে ট্রাই করি শুধু পোস্ট গুগল ইনডেক্স হওয়ার জন্য। এক্ষেত্রে সজজে পোস্ট গুগল ইনডেক্স হওয়ার জন্য আপনি 'গুগল ওয়েব স্টোরিজ' ট্রাই করেই দেখুন। আপনার ওয়েবসাইটের পোস্ট গুগলে ইনডেক্স হবেই।

ইদানীং স্যোসাল মিডিয়া গ্রুপ ও পেইজে অনেকেই একটা কমন সমস্যা নিয়ে পোস্ট করতে দেখা যায়। আর সেটা হলো 'পোস্ট গুগলে ইনডেক্স হচ্ছে না'! তাদের জন্য খুব কাজ দিবে এই 'গুগল ওয়েব স্টোরিজ'। যে কোন পোস্ট পাবলিশ করার সাথে সাথ খুব দ্রুততম সময়ে গুগল ইনডেক্স হতে এটি কাজে আসবে সবার।

দ্রুত সময়ে পোস্ট গুগল ইনডেক্স পাওয়া

ওয়েবসাইটে একটা পোস্ট পাবলিশ করার পর সকলেরই আপ্রাণ চেষ্টা থাকে কত দ্রুত পোস্ট ইনডেক্স করানো যায়। 'গুগল ওয়েব স্টোরিজ' এর মাধ্যমে অতি অল্প ও দ্রুততম সময়ে পোস্ট ইনডেক্স হয়ে যায়। এর জন্য আপনাকে দীর্ঘ সময় অপেক্ষা করা লাগেনা। পোস্ট ইনডেক্স করানোর জন্য বার বার ওয়েব মাস্টার টুল এ সাবমিট করার প্যারাও নিতে হয়না।

আপনি কি কখনো আপনার ওয়েবসাইটের স্পিড যাচাই করে দেখেছেন? ওয়েবসাইটের স্পিড কিন্তু একটি গুরুত্বপূর্ণ এসইও ইস্যু।
ওয়েবসাইটের স্পিড কমে যাওয়ার ৭টি কারণ | Speed Optimization

গুগল এনালাইটিক্স এর ক্ষেত্রে ভুমিকা

এর মাধ্যমে আপনি গুগল এনালাইটিক্স থেকে একটি স্বচ্ছ ধারণা পাবেন। আপনার ওয়েবসাইটে কোথা থেকে ট্রাফিক আসতেছে? ভিজিটর রা কোন কোন টাইপের পোস্ট গুলো বেশি পড়ছে? এরকম আরো অনেক তথ্য পেয়ে যাবেন গুগল এনালাইটিক্স থেকে 'গুগুল ওয়েব স্টোরিজ' মাধ্যমে। সেগুলো এনালাইসিস করে আপনি পরবর্তীতে কি টাইপের পোস্ট পাবলিশ করতে হবে সেটার একটা সুন্দর প্ল্যান করতে পারবেন।

মনেটাইজেশনের ক্ষেত্রে

আপনি আপনার ওয়েব স্টোরিতে যদি কোন এড হোস্ট করে থাকেন তাহলে আপনি ঐ এড এর জন্য 100% Ad Revenue পাবেন। গুগল অতি সম্প্রতি Google AdsenseGoogle Ad Manager এ এই সংক্রান্ত একটি Programmatic Ads Solution রিলিজ করেছে। সেটা পড়ে আসতে পারেনঃ Google launches programmatic ads for Web Stories

Disclaimer: আপনি সঠিক নিয়ম মেনেই 'Google Web Stories' তৈরি করবেন। আপনার Google Web Stories বানানোর জন্য শুধুমাত্র এই পোস্ট টা যথেষ্ট নয়। তাই অনলাইনে Google Web Stories নিয়ে আরো পড়ুন এবং রিসার্চ করুন। এরপর জেনে বুঝে কাজ করুন। ভাল করে না জেনে না বুঝে কাজ করতে গেলে হিতে বিপরীত হবে!

ধন্যবাদ আপনাকে 'Google Web Stories মানে কি? গুগল ওয়েব স্টোরিজ এর মাধ্যমে কিভাবে আয় করা যায়?' বিষয়ক আয়োজনে আমাদের সাথে থাকার জন্য। অনলাইনে ইনকাম, ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং সহ সকল ধরণের নতুন নতুন তথ্যট্রিক্স বাংলা ভাষায় পেতে 'টেক বাংলা ইনফো' এর সাথেই থাকুন। প্রযুক্তির আলোয় মেতে উঠুন বাংলায়...।

Post a Comment (0)
Previous Post Next Post