About Us - টেক বাংলা ইনফো কাগজ.কম
আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে চাইলে তথ্য-প্রযুক্তি'র বিকল্প এখন কল্পনা-মাত্র। নিত্য নতুন তথ্য-প্রযুক্তির আবিষ্কার, প্রচার, প্রসারের সাথে নিজেকে আপডেট ও খাপ খাইয়ে রাখা এখন কেবল সময়ের দাবী।
প্রযুক্তির আলোয় মেতে উঠুন বাংলায়... এই স্লোগান কে সামনে রেখেই 'টেক বাংলা ইনফো কাগজ.কম' এর পথচলা শুরু।
টেক বাংলা ইনফো ডটকম কি ও কেন?
টেক বাংলা ইনফো ডটকম - এর এর মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো তথ্য-প্রযুক্তির আলো বাংলাদেশের জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দক্ষ ও সচেতন নাগরিক এর মাধ্যমে একটি স্বনির্ভর ডিজিটাল সোনার বাংলাদেশ গড়ে তোলা।
শুধু বাংলাদেশেই নয়। প্রযুক্তির খবর বাংলা ভাষায় আমরা পৌঁছে দিতে চাই পৃথিবীর বিভিন্ন প্রান্তে আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলা ভাষা-ভাষী মানুষদের কাছে ।
আপনাদের সবার সার্বিক সহযোগিতা আমাদের চলার পথের পাথেয়। আমরা এগিয়ে যেতে চাই আপনাদের পারস্পারিক সহমর্মিতার মাধ্যমে।
টেক বাংলা ইনফো -তে প্রকাশিত তথ্যের উৎস কি?
আমরা মূলত ইন্টারনেট থেকেই তথ্য-প্রযুক্তির তথ্য গুলো সংগ্রহ করে থাকি। আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করি আসল ও প্রকৃত তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে। এরপরেও অবচেতন মনে যদি কোন কিছু ভুল পেয়ে থাকেন তাহলে আমাদের জানাবেন আমাদের যোগাযোগ ফর্ম এর মাধ্যমে। আমরা অবশ্যই চেষ্টা করবো আপনার পাঠানো বার্তার একটি যথাযথ ও সঠিক সমাধান সম্বলিত উত্তর দিতে।
প্রিয় মাতৃভাষা বাংলায় সহজ ও কঠিন তথ্য-প্রযুক্তি সম্পর্কিত বিষয়াদি সাবলিল ও সহজভাবে পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলা ভাষাভাষী মানুষের দ্বারপ্রান্তে পৌঁছানোর একটি দূরদর্শী প্রচেষ্টার নাম 'টেক বাংলা ইনফো'... প্রযুক্তির আলোয় মেতে উঠুন বাংলায় !
টেক বাংলা ইনফো- থেকে তথ্য ই-মেইল এ পেতে
তথ্য-প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন তথ্য, খবরাখবর জানতে ও সরাসরি ই-মেইল এ পাওয়ার জন্য আপনার ইমেইল সাবস্ক্রাইব করে রাখুন। আপনার ই-মেইল টি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ ও গোফনীয়। আপনার ই-মেইল টি আমরা অন্য কোন মাধ্যমে শেয়ার করবো না। আপনি চাইলে যে কোন সময় আমাদের আন-সাবস্ক্রাইব করতে পারবেন।
এছড়াও আপনি আমাদের স্যোসাল মিডিয়া তে সরাসরি বার্তার মাধ্যমে যোগাযোগ করতে পারেন খুব সহজেই।
টেক বাংলা ইনফো এর সাথেই থাকুন। প্রযুক্তির আলোয় মেতে উঠুন বাংলায়...
Disclaimer: টেক বাংলা ইনফো...
কোন ব্যক্তি, সমাজ, ধর্ম ও সম্প্রদায় কে কটাক্ষ, ব্যঙ্গ-বিদ্রূপ ও হেয় করে টেক বাংলা ইনফো -তে কিছু পাবলিশ হয় না। এই ধরনের কোন কনটেন্ট যদি আমাদের অবচেতন মনে প্রকাশিত হয় তাহলে আমাদের কে অবহিত করার জন্য বিনীত অনুরোধ রইলো। আমাদের যোগাযোগ পেইজ এ লিখে অথবা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে সরাসরি ম্যাসেজ এর মাধ্যমেও জানাতে পারবেন।
ধন্যবাদ আপনাকে 'টেক বাংলা ইনফো' এর পক্ষ থেকে।