অনলাইনে ফ্রিল্যান্সিং কোর্স; তাও যদি হয় ফ্রিতে তাহলে কেমন হয়? ফ্রিল্যান্সিং শিখুন অনলাইনে সম্পূর্ণ ফ্রী তে। অনেক উপায়ে শিখতে পারবেন ফ্রিল্যান্সিং অনলাইন থেকেই। ফ্রিল্যান্সিং পেইড কোর্স করা অনেকের জন্য সম্ভব হয়না। সম্ভব না হবার অন্যতম কারণ হলো আর্থিক সমস্যা। তো আজকে আমরা আলোচনা করবো অনলাইনে কিভাবে সম্পূর্ণ ফ্রি তে ফ্রিল্যান্সিং শিখা যায় তা নিয়ে। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।
ফ্রিল্যান্সিং শিখুন অনলাইনে সম্পূর্ণ ফ্রী
বিনামূল্যে বা, ফ্রিতে অনলাইনে ফ্রিল্যান্সিং শেখার জন্য কয়েকটি জনপ্রিয় প্লাটফর্ম আছে। সেই প্লাটফর্ম গুলোতে আপনি একাউন্ট খোলা কিংবা সাবস্ক্রিপশন এর মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিল্যান্সিং শিখা যায়। একটি ই-মেইল এর মাধ্যমে সহজে একাউন্ট খোলা ও সাবস্ক্রাইব করার মাধ্যমে অনলাইনে বিনামূল্যে ফ্রিল্যান্সিং শিখা সম্ভব।
বিনামূল্যে ফ্রিল্যান্সিং শেখার জন্য কি কি লাগবে?
ফ্রিতে বা, বিনামূল্যে ফ্রিল্যান্সিং শেখার জন্য আপনার আহামরি তেমন কিছুই দরকার হবেনা! আপনি যখন এই লিখাটি পড়ছেন অনলাইনেই পড়ছেন, তাইতো? তার মানে হলো আপনার ইন্টারনেট কানেকশন আছেই। এর পাশাপাশি একটা মোটামুটি মানের কনফিগার এর ডেক্সটপ বা ল্যাপটপ হলেই হবে। তবে মোবাইল দিয়েও শিখতে পারবেন ফ্রিতে ফ্রিল্যান্সিং। মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শিখতে গেলে অনেক জায়গায় আপনি সমস্যায় পড়তে পারেন।
ফ্রিতে ফ্রিল্যান্সিং শেখার জন্য যা যা দরকার হবেঃ
- ভাল মানের ইন্টারনেট কানেকশন
- মোটামুটি মানের একটি ডেক্সটপ/ল্যাপটপ
উপরোক্ত দুইটা জিনিষ আপনার থাকলেই আপনি সহজে অনলাইনে ফ্রিতে ফ্রিল্যান্সিং শিখতে পারবেন।
আপনি কি ফ্রিল্যান্সিং এ নতুন? যদি আপনি ফ্রিল্যান্সিং এ নতুন হয়ে থাকেন তাহলে এই পোস্ট টি পড়ে নিতে পারেনঃ
ফ্রিল্যান্সিং মানে কি? ফ্রিল্যান্সিং বাংলাদেশ । ফ্রিল্যান্সিং সাইট।
কিভাবে অনলাইনে ফ্রিতে ফ্রিল্যান্সিং শেখা যায়?
ফ্রিল্যান্সিং শেখার জন্য পেইড কোর্স করা সবার জন্য সব সময় সম্ভব হয়ে ওঠেনা। আর তাই যারা অনলাইনে ইনকাম এর জন্য নিজের স্কিল ডেভেলপ করতে চান তাদের সবার একটাই লক্ষ্য থাকে। আর সেটা হলো 'কিভাবে অনলাইনে ফ্রিতে ফ্রিল্যান্সিং শেখা যায়?'। অনলাইনে এমন অনেক ফ্রিল্যান্সিং কোর্স আছে যেগুলো আপনি ফ্রিতেই করতে পারবেন।
ফ্রিল্যান্সিং এমন একটি মাধ্যম যেখানে আপনি স্কিল ছাড়া কিছুই করতে পারবেন না। অন্যান্য চাকরির মত ফ্রিল্যান্সিং এ মামা-খালু কিংবা ঘুষের বালাই নেই। ফ্রিল্যান্সিং এ আপনার স্কিল যত ভালো এবং স্টান্ডার্ড হবে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার তত সাফল্যময় হবে।
অনলাইন থেকেই কিভাবে ফ্রিল্যান্সিং শেখা যায়? তাও আবার ফ্রিতে! এরকম কিছু প্লাটফর্ম নাম জানবো আজকে।
অনলাইনে ফ্রিতে ফ্রিল্যান্সিং শেখার মাধ্যম গুলো কি কি?
অনলাইনে এমন অনেক প্লাটফর্ম রয়েছে যেগুলো তে আপনি ফ্রিতে ফ্রিল্যান্সিং কোর্স করতে পারবেন। অনলাইনে ফ্রিতে ফ্রিল্যান্সিং শেখার মাধ্যম গুলো কি কি? ফ্রিতে ফ্রিল্যান্সিং শেখার প্লাটফর্ম বা, মাধ্যম গুলোর মধ্যে জনপ্রিয় ও সেরা মাধ্যম গুলো হলো udemy, Skillshare, Fiverr, Freelancing School, LinkedIn ইত্যাদি।
ফ্রিল্যান্সিং শিখুন অনলাইনে সম্পূর্ণ ফ্রী তে সেরা ৫টি প্লাটফর্ম থেকে
অনলাইনে ফ্রিতে ফ্রিল্যান্সিং শেখার জনপ্রিয় ও সেরা ৫টি প্লাটফর্ম এর নাম হলোঃ
- ফ্রিল্যান্সিং শিখুন অনলাইনে সম্পূর্ণ ফ্রী তে Udemy থেকে
- ফ্রিল্যান্সিং শিখুন অনলাইনে সম্পূর্ণ ফ্রী তে Fiverr থেকে
- ফ্রিল্যান্সিং শিখুন অনলাইনে সম্পূর্ণ ফ্রী তে Skillshare থেকে
- ফ্রিল্যান্সিং শিখুন অনলাইনে সম্পূর্ণ ফ্রী তে Freelancing School থেকে
- ফ্রিল্যান্সিং শিখুন অনলাইনে সম্পূর্ণ ফ্রী তে LinkedIn থেকে
উপরে উল্লেখিত গুলো ছাড়াও আরো এরকম অনেক প্লাটফর্ম পাবেন যেগুলো থেকে আপনি সহজে ও ফ্রিতে ফ্রিল্যান্সিং শিখতে পারবেন।
ফ্রিল্যান্সিং শিখুন অনলাইনে সম্পূর্ণ ফ্রী তে udemy থেকে
২০১০ সালে Eren Bali, Gagan Biyani এবং Oktay Caglar হাত ধরে যাত্রা শুরু হয় Udemy এর। অনলাইনে পৃথিবীর সর্ব বৃহৎ শিক্ষামূলক একটি ওয়েবসাইট এটি। এখানে ফ্রি ও পেইড দুই ধরণের কোর্স করা যায়। এখানে ২ লাখেরও বেশি কোর্স অনলাইন আর প্রায় ৪০ মিলিয়ন এর বেশি স্টুডেন্ট রয়েছে।
বর্তমানে অনলাইনে ফ্রিতে ফ্রিল্যান্সিং শেখার জনপ্রিয় প্লাটফর্ম হলো Udemy । অনেকেই মনে করেন Udemy কোর্স মানেই পেইড কোর্স। এটা আসলে একটা ভুল ধারণা। ফ্রিতে অনেক কোর্স করা যায় Udemy তে। আপনি Udemy তে গিয়ে ফিল্টার করলে সহজেই পেয়ে যাবেন Udemy এর ফ্রি কোর্স গুলো। নিচের ছবিতে দেখুন।
ফ্রিল্যান্সিং এর জন্য জনপ্রিয় প্রায় সব গুলো কোর্স Udemy তে করা যায় বিনামূল্যে। ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, এসইও, ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে ডাটা এন্টি সহ প্রায় সকল ফ্রিল্যান্সিং কোর্স সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে এখান থেকে।
এছড়াও Udemy তে আপনি পেইড কোর্স গুলোও করতে পারবেন বিনামূল্যে আপনি যদি সবসময় এখানে এক্টিভ থাকেন। বিভিন্ন সময় এখানে ডিস্কাউন্ট, ছাড় এর পাশাপাশি ফ্রিতেও ফ্রিল্যান্সিং কোর্স করার সুযোগ পাওয়া যায়। বিনামূল্যে Udemy থেকে ফ্রিল্যান্সিং কোর্স করার জন্য সব সময় আপনার মেইল এর ইনবক্স চেক করুন। Udemy সাইট ভিজিট করুন। কোন না কোন সময় নোটিফিকেশন পাবেন ফ্রিল্যান্সিং পেইড কোর্স গুলো ফ্রিতে করার।
ফ্রিল্যান্সিং শিখুন অনলাইনে সম্পূর্ণ ফ্রী তে ফাইভার থেকে
বিনামূল্যে ফ্রিল্যান্সিং কোর্স এর জন্য ফাইভার হতে পারে আরেকটি সেরা মাধ্যম। শুধু তাই না! আপনি ফাইভার থেকে ফ্রিল্যান্সিং কোর্স করার পাশাপাশি আপনার ফ্রিল্যান্সিং প্রোফাইলে এক্সট্রা ভ্যালু এড করতে পারবেন। অর্থাৎ ফাইভার ফ্রিল্যান্সিং কোর্স টি আপনি সম্পন্ন করলে আপনার প্রোফাইলে ব্যাজ যুক্ত হবে। এতে আপনার ফাইভারে কাজের অর্ডার পাওয়ার সম্ভাবনা অনেক বাড়িয়ে দেবে।
ফাইভার ফ্রিল্যান্সিং কোর্স টির নাম হলো: Online Freelancing Essentials: Be A Successful Fiverr Seller। আপনি ফাইভারে একাউন্ট এ লগিন করা অবস্থায় এই কোর্স সম্পন্ন করলে আপনার ফাইভার প্রোফাইল এ একটি ব্যজ যুক্ত হবে।
আপনি কি ফাইভারে নতুন? আপনি যদি ফাইভারে নতুন হয়ে থাকেন তাহলে ফাইভারের নিয়ম-কানুন, Fiverr Rules Bangla 2022 নিয়ে নিচের পোস্ট টি পড়ে নিতে পারেনঃ
Fiverr Rules Bangla 2022 । নতুনদের জন্য ফাইবারের নিয়ম-কানুন।
এছাড়াও বিভিন্ন দিবস উপলক্ষ্যে Flash Sale Offer এ ফাইভার ফ্রিল্যান্সিং কোর্স গুলো নাম-মাত্র মূল্যে করা যাবে।
ফ্রিল্যান্সিং শিখুন অনলাইনে সম্পূর্ণ ফ্রী তে Skillshare থেকে
Skillshare অনলাইন ভিত্তিক একটি জনপ্রিয় ও গ্লোবাল লার্নিং প্লাটফর্ম। হাজার হাজার প্রিমিয়াম কোর্স এ ভরপুর Skillshare। এটিও Udemy এর মত জনপ্রিয় একটি অনলাইন লার্নিং প্লাটফর্ম। এখান থেকে নতুন নতুন স্কিল ডেভেলপমেন্ট করে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার অনেক সহজ হবে। Skillshare এর কোর্স গুলো প্রিমিয়াম হলেও আপনি অনলাইনে খোঁজ করলে অনেক কোড পাবেন অথবা লিংক পাবেন যার মাধ্যমে একাউন্ট খুলে স্কিলশেয়ার প্রিমিয়াম কোর্স এর এক্সেস পাবেন। ফেসবুক সহ জনপ্রিয় সোসাল মিডিয়া গুলোতে অনেকেই Skillshare এর প্রিমিয়াম কোর্স এর কোড ও লিংক শেয়ার করে থাকে।
ফ্রিল্যান্সিং শিখুন অনলাইনে সম্পূর্ণ ফ্রী তে Freelancing School থেকে
শুধুমাত্র ফ্রিল্যান্সিং কোর্স ও ক্লাস নয়! ফ্রি ও প্রিমিয়াম রিসোর্স এবং এডভান্স কোর্স এর জন্য Freelancing Schoolও সেরা একটি অনলাইন লার্নিং প্লাটফর্ম। ' Freelancing can change your life. ' - এই স্লোগান নিয়েই এগিয়ে চলেছে Freelancing School। অনলাইনে ফ্রিতে ফ্রিল্যান্সিং শেখা এবং ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে Freelancing School ও সেরা একটি লার্নিং প্লাটফর্ম।
আপনি কি অনলাইনে আয় নিয়ে বিস্তারিত জানতে চাচ্ছেন? ব্লগিং ও এফিলিয়েট এর মাধ্যমে আয় করা নিয়ে এই আর্টিকেল টি পড়তে পারেনঃ
ব্লগিং ও এফিলিয়েট ইনকাম টিপস ২০২২ - নতুনদের জন্য গাইডলাইন।
ফ্রিল্যান্সিং শিখুন অনলাইনে সম্পূর্ণ ফ্রী তে LinkedIn থেকে
ফ্রিতে ফ্রিল্যান্সিং তাও যদি আবার হয় LinkedIn থেকে তাহলে তো কথাই নেই; ফ্রিল্যান্সিং শিখুন অনলাইনে সম্পূর্ণ ফ্রী তে LinkedIn থেকে। এখানে জব এর পাশাপাশি ফ্রিল্যান্সিং স্কিল ডেভেলপমেন্ট এর পাশাপাশি অনেক কোর্স ও সার্টিফিকেট পাবেন ফ্রিতেই।
ফ্রিল্যান্সিং নিয়ে আরো বিস্তারিত জানুন এই পোস্ট থেকেঃ
ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো? ফ্রিল্যান্সিং কাজের জন্য যা প্রয়োজন।
ফ্রিল্যান্সিং শিখুন অনলাইনে সম্পূর্ণ ফ্রী তে দেশীয় প্রতিষ্ঠান থেকে
এতক্ষন ফ্রিল্যান্সিং ফ্রি কোর্স নিয়ে যা কিছু প্রতিষ্ঠান নিয়ে কথা বলছি সেগুলো সব গুলো ই বিদেশী প্রতিষ্ঠান বা, বিদেশী অনলাইন লার্নিং প্লাটফর্ম। তবে কি আমাদের দেশীয় কোন প্রতিষ্ঠান কি নেই ফ্রিতে ফ্রিল্যান্সিং শেখার? আমার মতে আমাদের ফ্রিল্যান্সিং কোর্স প্লাটফর্ম এর মধ্যে সেরা দুইটি প্লাটফর্ম হলো 10mintutesSchool এবং Instructory।
- ফ্রিল্যান্সিং শিখুন অনলাইনে সম্পূর্ণ ফ্রী তে 10mintutesSchool থেকে
- ফ্রিল্যান্সিং শিখুন অনলাইনে সম্পূর্ণ ফ্রী তে Instructory থেকে
এই দুইটি প্লাটফর্ম থেকে ফ্রিতে এবং নাম-মাত্র মূল্যে ফ্রিল্যান্সিং কোর্স করা যাবে।
ফ্রিল্যান্সিং শিখুন অনলাইনে সম্পূর্ণ ফ্রী তে 10mintutesSchool থেকে
বাংলাদেশ থেকে ঘরে বসে ফ্রিল্যান্সিং শিখার জন্য বর্তমানে 10mintutesSchool দিন দিন অনেক জনপ্রিয় হচ্ছে। 10mintutesSchool ফ্রি ও পেইড কোর্স গুলো ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়ার ক্ষেতে অনেক সহায়ক।
ফ্রিল্যান্সিং শিখুন অনলাইনে সম্পূর্ণ ফ্রী তে Instructory থেকে
ফ্রিল্যান্সিং শিখার জন্য বর্তমানে তরুণ-বাংলাদেশীদের মধ্যে অনেক নামকরা একটি প্রতিষ্ঠান Instructory। বিভিন্ন দিবস উপলক্ষ্যে এখানে স্পেশাল ছাড় ও নাম-মাত্র মূল্যে ফ্রিল্যান্সিং কোর্স শেকা যায়। শুধু তাই না! এখানে ভিডিও বা, ফ্রিল্যান্সিং কোর্স লেকচার বুঝতে অসুবিধা হলে কোর্স মেন্টর কে সরাসরি ম্যাসেজ এর মাধ্যমে এবং ফেসবুক সিক্রেট গ্রুপের মাধ্যমে সাপোর্ট পাওয়া যায়।
শুধু উপরে উল্লেখিত এই দুইটিই না! বাংলদেশ থেকে ফ্রিতে ও পেইড কোর্স এর মাধ্যমে ফ্রিল্যান্সিং শেখার জন্য জনপ্রিয় আরো কয়েকটি প্লাটফর্ম এর নাম হলোঃ CodeManBD, ShikhbeShobai সহ এরকম আরো অনেক প্লাটফর্ম।
ধন্যবাদ আপনাকে 'ফ্রিল্যান্সিং শিখুন অনলাইনে সম্পূর্ণ ফ্রী তে' এই সংক্রান্ত পোস্ট টি পড়ার জন্য। নিয়মিত আপডেট তথ্য পেতে 'টেক বাংলা ইনফো' এর সাথে। আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার সাফল্যময় হোক; এই কামনায়...।