ব্লগিং ও এফিলিয়েট ইনকাম টিপস ২০২২ - নতুনদের জন্য গাইডলাইন

ব্লগিং ও কনটেন্ট রাইটিং ২০২২

বর্তমান সময়ে ব্লগিং একটি সৃজনশীল পেশার নাম। অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে একটু দেরিতে শুরু হলেও দিন দিন এটি আমাদের দেশে জনপ্রিয় হচ্ছে। দেশের তরুণ'রা ব্লগিং করে অনলাইনে ইনকামের দিকে ঝুঁকছে প্রতিনিয়ত। ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং এর মত দিন দিন ব্লগিং কনটেন্ট রাইটিং পেশা জনপ্রিয় হচ্ছে। আবার সঠিক দিক-নির্দেশনা ও গাইডলাইনের অভাবে অনেকেই হাবুডুবু খাচ্ছে কিন্তু কোন কূলকিনারা পাচ্ছে না। 'টেক বাংলা ইনফো' -এর আজকের আয়োজনে থাকছে ব্লগিং নিয়ে কিছু গাইডলাইন যা নতুনদের অনেক কাজে আসবে। আজকে আলোচনা করবো ৭ টি গুরুত্বপূর্ণ ব্লগিং ও এফিলিয়েট ইনকাম টিপস ২০২২নিয়ে যা আপনার ব্লগিং ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার গঠন অনলাইনে ইনকাম এর পথকে আরো বেশি ত্বরান্বিত করবে। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।

ব্লগিং-ও-এফিলিয়েট-ইনকাম-টিপস-২০২২

ব্লগিং করে কিভাবে আয় করা যায়?

অনলাইনে ইনকামের জন্য যারা নতুন তারাই এই প্রশ্নটা করে বেড়ায় 'ব্লগিং করে কিভাবে আয় করা যায়?' এই প্রশ্নের সহজ উত্তর হলো আসলে ব্লগিং করে কিভাবে আয় করা যায় এটা আসলে নির্দিষ্ট করে বলা কঠিন। ওয়েবসাইট এর ধরণ ও ভিজিটর অনুযায়ী নির্ভর করবে কত টাকা আয় হবে সেটা। অনেকেই হাজার হাজার টাকা ইনকাম করছে অনলাইন থেকে শুধুমাত্র ব্লগিং করেই

শুরুতেই জেনে নিই ব্লগিং ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার ডেভেলপমেন্ট এ ৭ গুরুত্বপূর্ণ গাইডলাইন মূল শিরোনাম গুলোঃ

  1. ক্যারিয়ার এর শুরুতেই ইনকামের চিন্তা না করা
  2. অধিক লাভের আশায় অতিরিক্ত এফিলিয়েট প্রোগ্রাম না করা
  3. কনটেন্ট ছাড়া এফিলিয়েট প্রোগ্রামে এপ্লাই না করা
  4. এফিলিয়েট লিংক যেখানে সেখানে শেয়ার করবেন না
  5. এফিলিয়েট লিংক সরাসরি প্রমোশন করবেন না
  6. ওয়েবসাইটের ভিজিটরদের কে সঠিকভাবে এনালাইসিস করুন
  7. ওয়েবসাইটে অতিরিক্ত বিজ্ঞাপন রাখবেন না
ব্লগিং-এফিলিয়েট-৭টি-সেরা-গাইডলাইন

ক্যারিয়ার এর শুরুতেই ইনকামের চিন্তা না করা

যারা নতুন হিসেবে ব্লগিং পেশায় আসে তাদের মধ্যে অনেকেরই একটা প্রবণতা কাজ করে। আয়-ইনকামের ব্যাপারে তাদের মনে শুরুতেই অনেক জল্পনা-কল্পনা কাজ করে; যেমন তারা শুরুতেই এসে সিনিয়র যারা আছে তাদের কাছে একই টাইপের প্রশ্ন গুলো বার বার করে থাকেঃ

  • মাসে কত টাকা আয় করা যাবে?
  • ব্লগিং করে কি ৫০ হাজার টাকা আয় করা সম্ভব?
  • লেখালেখি করে কিভাবে মাসে ৩০ হাজার টাকা আয় করবো?

হ্যাঁ, এই কথা সত্য যে আমাদের মূল লক্ষ্য হলো ইনকাম করা। কিন্তু তাই বলে শুরুতেই ইনকামের কথা ভাবা নেহায়েত একটা বোকামি ছাড়া আর কিছুইনা।

একটু সূক্ষ্ম ভাবে যদি ভাবেন; আপনি কি স্কুল কলেজে ভর্তি হবার আগেই মাসে কত টাকা আয় করতে পারবেন তা জেনেই বা জিজ্ঞেস করেই স্কুল কলেজে ভর্তি হয়েছিলেন? কত বেতনের চাকরি পাওয়া যাবে এই কমিটমেন্ট নিয়েই কি পড়ালেখা করেন?
নিশ্চয়ই না! তাহলে অনলাইনে ক্যারিয়ার এর শুরুতেই কিভাবে আয়ের চিন্তা করে বসবেন?

ব্লগিং ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার এর জন্য নয় শুধু; অনলাইনে আপনি যদি নিজের ক্যারিয়ার কে পাকাপোক্ত করতে চান তাহলে 'স্কিল ডেভেলপমেন্ট' এর কোন বিকল্প নেই!

আপনার আশেপাশে আপনি যাদের কে অনলাইনে ক্যারিয়ার এ সফল হিসেবে দেখছেন তারা কিন্তু রাতারাতি সফল হয়ে যায়নি। তাদের সফলতার পেছনে মূলমন্ত্র হিসেবে আছে 'ধৈর্য'। সুতরাং ধৈর্য ধরে যথাযথ স্কিল ডেভেলপ করুন। কাজ শিখুন; তবেই ইনকামের কথা চিন্তা করলে সফল হবেন ---ইনশাআল্লাহ্‌।

অধিক লাভের আশায় অতিরিক্ত এফিলিয়েট প্রোগ্রাম না করা

কথায় আছে 'অতি লোভে তাতী নষ্ট!' অল্প সময়ে অধিক লাভের আশায় যদি একসাথে অনেক গুলো এফিলিয়েট প্রোগ্রাম এ জয়েন করেন তাহলে কাজের কাজ তো কিছুই হবে না। উল্টো হিতে বিপরীত হবে।

শুরুতেই মাল্টি-নিশ কাজ না করাই ভালো। আপনার ব্লগে যে বিষয় বা, নিশ; শুধুমাত্র সেই নিশ-রিলেটেড ভালো ভালো দু-একটা মার্কেটপ্লেসে জয়েন করুন আপনার একটি ওয়েবসাইট দিয়ে একাধিক কোম্পানির অ্যাফিলিয়েট প্রোগ্রাম করতে পারবেন তাতে কোন সমস্যা নেই। সবচেয়ে বড় বড় মার্কেটপ্লেসগুলোতে যেমন আলী এক্সপ্রেস, এমাজন, থিমফরেস্ট এগুলো এছাড়া অন্যান্য লক্ষ লক্ষ কোম্পানি আছে যারা এফিলিয়েট পার্টনার নিয়ে থাকে। আপনার ব্লগের নিশ-রিলেটেড সর্বোচ্চ একটা দুইটা বা তিনটা অ্যাফিলিয়েট প্রোগ্রাম এ আপনি জয়েন করবেন।

অতিরিক্ত প্রোগ্রামে জয়েন করা থেকে বরঞ্চ ভালো কোয়ালিটির দু-একটা মার্কেটপ্লেসে জয়েন করলে সেগুলো থেকে আপনাকে বেশ রেজাল্ট দেখতে পাবেন।

কনটেন্ট ছাড়া এফিলিয়েট প্রোগ্রামে এপ্লাই না করা

নতুনদের মধ্যে অনেকেই কোন কনটেন্ট ছাড়াই অ্যাফিলিয়েট প্রোগ্রামে অ্যাপ্লাই করে থাকেন। যার ফলে বেশীরভাগ ক্ষেত্রে তারা রিজেক্টেড হয়ে যাওয়া ছাড়া কোন গতি থাকে না। যে কোন কোম্পানি অ্যাফিলিয়েট পাটনার এর এপ্রোভ এর পূর্বে দেখতে চায় যে আপনার ওয়েবসাইটে আপনি কি ধরনের কনটেন্ট বা আর্টিকেল পাবলিশ করছেন। আপনার ওয়েবসাইটে আপনি অবশ্যই আগে আর্টিকেল পাবলিশ করে নেবেন নির্দিষ্ট কোন ক্যাটাগরিতে কতগুলো আর্টিকেল পাবলিশ করার পরে এপ্লাই করবেন। আবারো বলছি 'ব্লগিং হচ্ছে একটা লেখালেখির প্রফেশন'। আপনাকে নিয়মিত লিখতে হবে।

অ্যাফিলিয়েট পার্টনারশিপ দেয়ার জন্য আপনাকে শুধু ভালো কোয়ালিটির কনটেন্ট আপনার ওয়েবসাইটে পাবলিশ করতে হবে এটা অবশ্যই মাথায় রাখবেন। তবে আপনার মেইন উদ্দেশ্য থাকবে গুগোল অ্যাডসেন্স ইনকাম

আপনার ইউটিউব চ্যানেল হোক আপনার ওয়েবসাইট হোক আগে আপনি আর্টিকেল বা কনটেন্ট পাবলিশ করে নিবেন। কনটেন্ট ছাড়া এফিলিয়েট প্রোগ্রামে এপ্লাই করবেন না কখনো।

এফিলিয়েট লিংক যেখানে সেখানে শেয়ার করবেন না

ব্লগিং ইন্ডাস্ট্রিতে অনলাইনে ইনকামের আশায় আসা নতুনদের মধ্যে আরো একটি সাধারণ সমস্যা বা, প্রবণতা থাকে। সেটা হলো এফিলিয়েট লিংক গুলো যেখানে সেখানে কপি পেস্ট করা। যে কোন ইউটিউব ভিডিওর নিচে লিংক পেস্ট করে দেয়া, বিভিন্ন ওয়েবসাইটের কমেন্ট সেকশনে কমেন্ট এ লিংক শেয়ার করা, ফেসবুক সহ জনপ্রিয় স্যোসাল মিডিয়া গুলোতে বিভিন্ন জায়গায় যেখানে সেখানে এফিলিয়েট লিংক পোস্ট করা ইত্যাদি। এগুলো কখনো করতে যাবেন না। এগুলোকে অ্যাফিলিয়েট মার্কেটিং বলা হয় না। এগুলো করার কারণে অনেকেরই এফিলিয়েট প্রোগ্রাম পার্টনার একাউন্ট সাসপেন্ড হয়ে যায়। তাই এই প্রবণতা থেকে আপনি অবশ্যই বিরত থাকবেন।

যেখানে সেখানে অ্যাফিলিয়েট কপি পেস্ট করবেন না। এভাবে আপনি কখনোই অ্যাফিলিয়েট ইন্ডাস্ট্রিতে ভালো কিছু করতে পারবেন না। আপনি কন্টেন্ট লেখার মাধ্যমে ব্লগের আর্টিকেলে এফিলিয়েট লিংক দিন; ভিডিও তৈরি করার মাধ্যমে সেই ভিডিওর ডেসক্রিপশনে দিন।

কিন্তু কারো ভিডিওর নিচে কমেন্ট সেকশনে গিয়ে, ফেসবুকের যেখানে সেখানে গিয়ে আপনার এফিলিয়েট লিংক গুলো পোস্ট করবেন না। এতে স্পামিং হবে এবং কোন এক সময় আপনার এফিলিয়েট একাউন্ট সাসপেন্ড হয়ে যাবে।

এফিলিয়েট লিংক সরাসরি প্রমোশন করবেন না

এফিলিয়েট লিংক সরাসরি প্রমোশন; এটা করা যাবেনা কখনো। এতে করে আপনার অ্যাফিলিয়েট একাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। আপনার ওয়েবসাইটে লিংক দিতে পারেন তাতে কোন সমস্যা নেই। কিন্তু আমাজানের লিংক বা থিমফরেস্টের লিংক যদি সরাসরি ফেসবুকে পোস্ট করে দেন, গুগলের মাধ্যমে যদি পোস্ট করে দেন আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। এই কোম্পানিগুলো এটা অনুমোদন করেনা। এফিলিয়েট লিংক সরাসরি প্রমোশন করা থেকে বিরত থাকুন।

এফিলিয়েট-ইনকাম-টিপস-২০২২

ওয়েবসাইটের ভিজিটরদের কে সঠিকভাবে এনালাইসিস করুন

আপনার ওয়েবসাইটে যখন ট্রাফিক আসতে শুরু করবে আপনি অবশ্যই আপনার ট্রাফিক দের অর্থাৎ ভিজিটরদের ডাটা এনালাইসিস করবেন। যেমনঃ

  • ভিজিটরদের বয়স কত?
  • কি পরিমান ছেলেরা ভিজিট করছে?
  • কি পরিমান মেয়েরা ভিজিট করছে?
  • কোন দেশ থেকে ভিজিট করতেছে?

এগুলো আপনাকে এনালাইসিস করতে হবে। কেননা এই ইনফরমেশন গুলোর উপর ভিত্তি করে আপনি পরবর্তী আর্টিকেল লিখার ও পাবলিশ করার আইডিয়া পাবেন।

ওয়েব সাইটের ভিজিটরদের কে সঠিকভাবে এনালাইসিস অনেক টুলস আছে। সবচেয়ে জনপ্রিয় টুলস হলো 'গুগল এনালাইটিক্স'। এটা গুগলের একটি ফ্রি এনালাইটিক্স টুল। আপনার ওয়েবসাইটের সাথে আপনি গুগল এনালাইটিক্স কে কানেক্ট করলেই আপনার ওয়েব সাইটের দরকারী তথ্য গুলো পেয়ে যাবেন, যেমনঃ

  • কি ধরনের ভিজিটর আসতেছে?
  • তাদের বয়স কতো?
  • তারা কোন ধরনের ডিভাইস ব্যবহার করে?
  • স্মার্টফোন, ডেক্সটপ নাকি ল্যাপটপ?
  • ছেলেদের পরিমাণ কত?
  • মেদের পরিমাণ কত?

এই ধরনের সমস্ত ডাটা গুলো আপনি আপনার এনালাইটিক্স ড্যাশবোর্ডে পেয়ে যাবেন। এই ডাটা গুলো একটু মনোযোগ দিয়ে এনালাইসিস করলে আপনি পরিকল্পনা করতে পারবেন যে পরবর্তীতে কনটেন্টগুলো কোন বিষয়গুলোর উপর দিলে ভাল ফলাফল পাওয়া যাবে। আর এই বিষয়গুলো আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনার ওয়েবসাইটে ট্রাফিক আসলে গুগল এনালাইটিক্স এর মাধ্যমে তাদেরকে আপনি এনালাইসিস করতে পারবেন সহজে। ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন যে কিভাবে এই এনালাইটিক্স টুলটিকে প্রোফাইলে ব্যবহার করতে হয়। আপনার ওয়েবসাইট ট্রাফিক ভিজিটরদের কে ভালোভাবে আপনি এনালাইসিস করুন এবং সিদ্ধান্ত নিয়ে প্লান মাফিক কনটেন্ট পাবলিশ করুন।

ওয়েবসাইটে অতিরিক্ত বিজ্ঞাপন রাখবেন না

অনেকের ওয়েবসাইট ভিজিট করলে দেখবেন কোন একটাতে ক্লিক করলে আরেকটা ওপেন হয়ে যায়। এগুলো খুবই বিরক্তিকর ব্যাপার। তাই এই ধরনের অতিরিক্ত ব্যানার এড ব্যবহার করা থেকে বিরত থাকবেন। কারণ কেউ অ্যাডভার্টাইজমেন্ট পছন্দ করেনা।

আপনার কথাই চিন্তা করুন না! আপনি অ্যাডভার্টাইজমেন্ট দেখার জন্য কিন্তু কোন আর্টিকেল পড়েন না কিংবা ভিডিও দেখেন না। হ্যাঁ, এটা সত্য যে অ্যাডভার্টাইজমেন্ট করিনা অ্যাডভার্টাইজমেন্ট দেখতে হয় বাড়ছে এটা একটা লিমিট থাকা উচিত অতিরিক্ত হলে ভাল লাগবে না। আপনার আর্টিকেলে অতিরিক্ত অ্যাডভার্টাইজমেন্ট ইউজ করবেন না। অ্যাডসেন্স রুলস অনুযায়ী একটি পেজের মধ্যে আপনি সর্বোচ্চ তিনটি এডসেন্স ব্যবহার করতে পারবেন। তিনটির বেশি করা যাবে না। এতে পলিসি ব্রেক হবে। আপনার ওয়েবসাইট ট্রাফিক ভিজিটর আপনার ওয়েবসাইটের আর্টিকেল বা, কনটেন্ট পড়ার জন্য আসবে; অ্যাডভার্টাইজমেন্ট দেখার জন্য আসবে না। চারিদিকে শুধু অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে ভরিয়ে দিলেন। এতে ভিজিটর বিরক্ত হবে এবং আপনার ওয়েবসাইটে দ্বিতীয়বার আর ভিজিট করতে চাইবে না।

আপনার ওয়েবসাইটে যখন ভিজিটর আসবে তারা পোস্ট পড়ে তাদের মতামত কমেন্ট এ লিখবে। বিভিন্ন ধরনের কমেন্ট ও মতামত পড়বেন আপনিও তারা কি জানতে চায়। একেকজন একেকরকম কমেন্ট করবে। সেই কমেন্ট বা, মন্তব্যগুলো থেকে আপনাকে বিভিন্ন ধরনের এনালাইসিস করতে হবে। তারা কি বলছে খুব মনোযোগ দিয়ে পড়তে হবে। নতুন কি শিখতে চাচ্ছে?, নতুন কি জানতে চাচ্ছে? এ বিষয়গুলো আপনাকে নোট করে রাখতে হবে। পরবর্তীতে সেগুলোর উপর কনটেন্ট পাবলিশ লিখতে হবে।

আপনার ওয়েবসাইটে যে ট্রাফিক ভিজিটর আসবে তাদের ফিডব্যাক থেকে অবশ্যই আপনি বিভিন্ন ধরনের শেখার চেষ্টা করবেন এবং সেগুলোর উপর ডিপেন্ড করে পরবর্তীতে আরো নতুন নতুন কনটেন্ট পাবলিশ করবেন। এতে করে আপনার ওয়েব সাইটের ভিজিটরদের ট্রাস্ট লেবেল হবে। একটা অথরিটি সৃষ্টি হবে।

ব্লগিং ও এফিলিয়েট ইনকাম; নতুনদের জন্য প্রো-টিপস

ব্লগিং ও এফিলিয়েট ইনকাম; নতুনদের জন্য প্রো-টিপস গুলো জেনে নিন নিচের লিস্ট থেকেঃ

  • ব্লগিং শুরু করার প্রথম দিন থেকেই রেভিনিউ আর্ন করার চেষ্টা করবেন না
  • অতিরিক্ত অ্যাফিলিয়েট প্রোগ্রাম এ জয়েন করবেন না
  • কনটেন্ট ছাড়া অ্যাফিলিয়েট প্রোগ্রাম এ এপ্লাই করবেন না
  • এফিলিয়েট লিংক যেখানে সেখানে কপি পেস্ট করবেন না
  • মার্কেটপ্লেস নিয়ে সরাসরি প্রমোশন করা যাবেনা
  • ওয়েবসাইট ট্রাফিক দেরকে নিয়ে এনালাইসিস করুন
  • ওয়েবসাইটে অতিরিক্ত অ্যাডভার্টাইজমেন্ট প্লেস করবেন না
  • ভিজিটরদের ফিডব্যাক থেকে লিখুন এবং সেগুলোর উপর ভিত্তি করে পরবর্তী আর্টিকেল পাবলিশ করুন

এপিলিয়েট মার্কেটিং নিয়ে ছোট্ট একটি অডিও ক্লিপ শুনুনঃ

উপরোক্ত সাজেশনগুলো ফলো করলে আপনার ব্লগিং ইন্ডাস্ট্রিতে আপনার ক্যারিয়ারে একটি ডেভলপমেন্ট দেখতে পাবেন ---ইনশাআল্লাহ্‌।

ব্লগিং ইনকাম নিয়ে আইডিয়া পেতে নিচের ইউটিউব ভিডিও টি দেখতে পারেনঃ

ধন্যবাদ আপনাকে 'ব্লগিং ও এফিলিয়েট ইনকাম টিপস ২০২২ - নতুনদের জন্য ৭টি সেরা গাইডলাইন' এই আয়োজনের সাথে থাকার জন্য। আশাকরি ভাল কিছু জানতে পেরেছেন। অনলাইনে আপনার ক্যারিয়ারের ভিত্তি দৃঢ করতে 'টেক বাংলা ইনফো' -এর সাথেই থাকুন আর মেতে উঠুন প্রযুক্তির আলোয়...।

Post a Comment (0)
Previous Post Next Post