২০২২ সালে গুগল এডসেন্স ইনকাম
অনলাইন দুনিয়ায় ইনকামের যে সকল উপায় আছে তার মধ্যে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ও বহুল প্রচলিত মাধ্যম হলো গুগল এডসেন্স। 'টেক বংলা ইনফো'-এর আজকের আয়োজনে থাকছে গুগল এডসেন্স ইনকাম ২০২২ নিয়ে বিস্তারিত আলোচনা।
বর্তমানে ঘরে বসে অনলাইনে ইনকাম করার যত উপায় আছে সেগুলোর মধ্যে সবচেয়ে সহজ ও দীর্ঘমেয়াদী ইনকামের উপায়ের নাম হলো 'গুগল এডসেন্স এর মাধ্যমে ইনকাম'।
সারাজীবন আয় করার উপায় গুলোর মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম হলো গুগল এডসেন্স এর মাধ্যমে ইনকাম।
গুগল এডসেন্স মানে কি?
শুরুতেই জেনে নিই গুগল এডসেন্স মানে কি? গুগল এডসেন্স মূলত গুগল এর একটি জনপ্রিয় এডভার্টাইজিং প্লাটফর্ম।
আপনি যদি ইউটিউবে ভিডিও আপলোড করেন তাহলে সেই ভিডিও তে এড আসেনা। কিন্তু আমরা যখন ইউটিউবে ভিডিও দেখি তখন কিছু কিছু ভিডিও তে এড আসে কিছক্ষন পর পর। এই এড আসার কারণ কি? কখনো ভেবে দেখেছেন কি? নিশ্চয়ই কোন কারণ আছে এড আসার পেছনে। আর সেই কারণ টি ই হলো গুগল এডসেন্স। যে সমস্ত ভিডিও তে গুগল এড বা, মনেটাইজেশন এপ্রোভড করা থাকে সেই ভিডিও গুলো যখন ভিজিটর দেখে তখন এড শো হয়।
আপনার অনলাইন আর্টিকেল এর পাশে বিজ্ঞাপন দেখিয়ে ফ্রিতে ও সহজে টাকা ইনকামের নাম ই হলো গুগল এডসেন্স।
ঠিক একই ভাবে আমরা যখন কোন ওয়েবসাইটে কোন আর্টিকেল পড়ি তখনো ওয়েবসাইট এ এড দেখায়। মূলত এডসেন্স এর জন্যই এটা হয়ে থাকে।
আবার আমরা যখন এন্ডয়েড ফোনে কোন এপ্স ইউজ করি কিংবা গেমস খেলি তখনোও দেখা যায় এড দেখাচ্ছে। এটাও গুগল এডসেন্স এর জন্যই হয়ে থাকে।
অনলাইন ইনকাম এর যে সকল ধরন আছে সেগুলো কে দুই ভাগে ভাগ করা যায়; যেমনঃ
- Active Income
- Passive Income
এদিক দিয়ে বিবেচনা করলে গুগল এডসেন্স ইনকাম মূলত প্যাসিভ ইনকামের পর্যায়ে পড়ে।
গুগল এডসেন্স এর কাজ কি?
এড এর মাধ্যমে গুগল বিভিন্ন কোম্পানির পণ্যের প্রচার প্রসার করে থাকে। বিভিন্ন কোম্পানি তাদের সার্ভিস ও প্রোডাক্ট এর প্রচার এবং বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হয় গুগল এর সাথে। আর গুগল বিভিন্ন চুক্তিতে ও টাকার হিসেবে বিজ্ঞাপন গুলো গুগল এডসেন্স এপ্রোভড সাইট ও ইউটিউব চ্যানেলে গুলোতে প্রচার করে। আর বিনিময় হিসেবে ওয়েবসাইট এর মালিক ও ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ কে কিছু অর্থ প্রদান করে থাকে।
সাইটের ধরন অনুযায়ী সাইটে বিজ্ঞাপন গুলো দেখানো হয়ে থাকে। সেটা আবার কেমন?
মনে করুন আপনি একটি সাইট বানালেন যেটা মূলত অনলাইনে ইনকাম সংক্রান্ত আর্টিকেল পাবলিশ হয়। এখন আপনি যদি গুগল এডসেন্স এ এপ্রোভ পান তাহলে আপনার সাইটে ঐ টাইপের এড গুলো দেখানো হবে। অর্থাৎ কেউ যদি অনলাইনে ইনকাম নিয়ে কোন কোর্স চালু করে আর সেটা গুগল এড চালায় তাহলে আপনার পেইজে তার এড টা শো হবে। আশাকরি বুঝতে পেরেছেন।
গুগল এডসেন্স একাউন্ট
গুগল এডসেন্স একাউন্ট খোলা যদিও খুব সহজ কিন্তু সাইটে এডসেন্স এপ্রোভড পাওয়া অনেকের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। যথাযথ নিয়ম মেনে সাইট বানালে তখন আর ঝামেলা পোহাতে হয় না। সুতরাং গুগল এডসেন্স একাউন্ট নিয়ে আপনি এত বেশি উৎকণ্ঠা না হয়ে বরং সাইটের স্ট্রাকচার ও কনটেন্ট এর উপর নজর দিন। এডসেন্স প্রোগ্রাম এর নীতিমাল মেলে সাইট বানালে এডসেন্স এপ্রোভড পেতে কোন সমস্যা হবেনা।
গুগল এডসেন্স ইউটিউব
ইউটিউব চ্যানেল এ এড মনেটাইজেশন মানেই হলো গুগল এডসেন্স। গুগল এডসেন্স ইউটিউব এ যোগ করতে হলে কিছু শর্ত মানতে হয়।
গুগল এডসেন্স ইউটিউব চ্যানেল এ পেতে হলে কি কি করতে হবে?
- আপনার গুগল এডসেন্স ইউটিউব চ্যানেল এ পেতে হলে ১ হাজার সাবস্ক্রাইভার থাকতে হবে।
- ইউটিউব চ্যানেল এর ভিডিও ওয়াচ টাইম ৪ হাজার ঘন্টা হতে হবে।
তবে এই শর্ত গুলো কিছুদিন পর পর পরিবর্তন হয় গুগল এলগোরিদম অনুসারে। আর ভিডিও ভিউ যাতে রিয়াল ও ন্যাচারাল হয় সে ক্ষেত্রে সচেতন থাকা লাগবে। অন্যথায় ব্যান খাওয়ার সম্ভাবনা আছে। তাই গুগল এডসেন্স ইউটিউব মনেটাইজেশন পেতে ইউটিউব নীতিমালা গুলো মেনে চলুন।
গুগল এডসেন্স ইনকাম ২০২২
আগেই বলেছি ঘরে বসে অনলাইনে ইনকামের বর্তমানে সেরা মাধ্যম হলো গুগল এডসেন্স ইনকাম। তাই ২০২২ সালে আপনার অনলাইনে আয়-রোজগার ও ইনকাম নিশ্চিত করতে নেমে পড়ুন গুগল এডসেন্স নিয়ে।
আসুন এবার জেনে নিই গুগল এডসেন্স ইনকাম ২০২২ এর কিছু গাইডলাইন। প্রশ্নোত্তর আকারে জেনে নিই ২০২২ সালের এডসেন্স ইনকাম।
গুগল এডসেন্সের মাধ্যমে কিভাবে টাকা আয় করা যায়?
গুগল এডসেন্স থেকে অনেক ভাবেই টাকা আয় করা সম্ভব। অনলাইনে ও স্যোসাল মিডিয়ায় অনেকেই জানতে চান 'গুগল এডসেন্সের মাধ্যমে কিভাবে টাকা আয় করা যায়?' আসুন জেনে নিই এডসেন্স এর মাধ্যমে কীভাবে আয় করা সম্ভব তা।
২০২২ সালে গুগল এডসেন্সের মাধ্যমে ঘরে বসে অনলাইনে আয়-রোজগার এর সেরা ৩টি উপায় জেনে নিনঃ
- নিজের তৈরি ওয়েবসাইটে এডসেন্স এর মাধ্যমে ইনকাম।
- ইউটিউব ভিডিও চ্যানেল মনেটাইজেশন এর মাধ্যম ইনকাম।
- মোবাইল এপ্স বানিয়ে এডসেন্স এর মাধ্যমে ইনকাম।
আপনার স্কিল অনুযায়ী নেমে পড়ুন আর নিশ্চিত করুন আপনার ২০২২ সালে ঘরে বসে অনলাইন ইনকাম।
গুগল এডসেন্স থেকে মাসে কত টাকা আয় হয়?
যারা নতুন তাদের মনে এই প্রশ্ন সব সময় উঁকি দেয় 'গুগল এডসেন্স থেকে মাসে কত টাকা আয় হয়?'। একথা ঠিক যে সবার ই মূল লক্ষ্য থাকে ইনকামের। কিন্তু যথাযথ গাইডলাইন আর স্কিল না থাকলে ব্যর্থ হতে হয়।
এখন আসি 'গুগল এডসেন্স থেকে মাসে কত টাকা আয় হয়?' এর উত্তরে। এটা আসলে বলা কঠিন যে গুগল এডসেন্স থেকে মাসে কত টাকা আয় হয়? । কেননা আপনার সাইটের ধরন ও ভিজিটর এর উপর নির্ভর করবে আপনার গুগল এডসেন্স থেকে কি পরিমাণ ইনকাম হবে।
গুগল এডসেন্স থেকে প্রতি মাসে ৫০ হাজার টাকা কিভাবে আয় করা যায়?
যারা এডসেন্স এর মাধ্যমে ইনকামের জন্য চিন্তা-ভাবনা করছেন তাদের মনে একটা প্রশ্ন প্রায়ই উঁকি দেয় এবং জিজ্ঞেস করে 'গুগল এডসেন্স থেকে প্রতি মাসে ৫০ হাজার টাকা কিভাবে আয় করা যায়?'। এই প্রশ্নের উত্তরে বলতে চাই শুধু ৫০ হাজার কেন এর চেয়েও অনেক বেশি উপার্জন করা সম্ভব। গুগল এডসেন্স ইনকাম নির্ভর করবে আপনার সাইটের ট্রাফিক অনুযায়ী। আপনার ইউটিউব চ্যানেল এর ভিউ এর উপর। আপনার মোবাইল এপ্স এর ইউজার এর সংখ্যার উপর। আপনার সাইট, ইউটিউব চ্যানেল এবং মোবাইল এপ্স যত বেশি জনপ্রিয় হবে আপনার আয়ও হবে সেই অনুপাতে।
গুগল এডসেন্স ইনকাম ২০২২ FAQ
আসুন এবার জেনে নিই গুগল এডসেন্স ইনকাম ২০২২ FAQ। কিছু প্রশ্ন ও উত্তরের মাধ্যমে গুগল এডসেন্স নিয়ে বিস্তারিত জেনে আসি। নতুন রা অনলাইনে ইনকাম এর আশায় আসলে অনেক প্রশ্ন তাদের মনে দানা বাঁধে। এই প্রশ্নের উত্তর গুলো নতুনদের অনেক কাজে আসবে।
গুগল এডসেন্স থেকে ইনকামের জন্য কি কি লাগবে?
যেহেতু এটি গুগল এর একটি ফ্রী প্রোগ্রাম তাই এখানে ইনকামের জন্য আহামরি তেমন কিছুই লাগে না। তবুও অনেকেই জানতে চায় 'গুগল এডসেন্স থেকে ইনকামের জন্য কি কি লাগবে?'
গুগল এডসেন্স থেকে ইনকামের জন্য কি কি লাগবে? এর সহজ উত্তর হলো আপনার কাচে যদি নিচের পাঁচটি জিনিষ থাকে তাহলে আপনি সহজেই গুগল এডসেন্স প্রোগ্রাম থেকে ইনকাম করতে পারবেন।
গুগল এডসেন্স থেকে ইনকামের জন্য যে ৫টি জিনিষ আপনার থাকা চাইঃ
- একটি ওয়েবসাইট / ইউটিউব চ্যানলে / মোবাইল এপ্স
- গুগল এডসেন্স এপ্রোভড পাওয়া একটি একাউন্ট
- এস ই ও নিয়ে প্রাথমিক জ্ঞান
- ভিজিটর / ভিউয়ার
- প্রচুর ধৈর্য্য ও চেষ্টা এবং আন্তরিকতা
গুগল এডসেন্স এর মাধ্যমে ঘরে বসে অনলাইনে ইনকাম এর জন্য উপরের পাঁচটি বিষয় ও গুন থাকলে আপনি অবশ্যই সফল হবেন।
AdSense ব্যবহার করতে হলে কত টাকা খরচ করতে হবে?
গুগল এর এডসেন্স এপ্রোভ পেতে হলে আপনাকে কোন এক্সট্রা কোন টাকা পয়সা খরচ করতে হবেনা। ফ্রিতে একাউন্ট খোলার মাধ্যমে আপনি আপনার সাইট এডসেন্স একাউন্ট এ যুক্ত করে নিবেন। আপনার সাইট এড দেখানোর উপযোগী হলে তবেই এড দেখানো হবে। সুতরাং গুগল এডসেন্স খোলার জন্য বাড়তি কোন টাকা পয়সা লাগবে না।
সাইটে কি ধরনের বিজ্ঞাপন দেখানো হবে তা কি আমাকেই নির্ধারণ করতে হবে?
এর উত্তর হলো না। আপনাকে নির্ধারণ করতে হবে না। গুগল এডসেন্স প্রোগ্রাম একটি অটোমেটিক প্রক্রিয়া। আপনার সাইটের নিশ অনুযায়ী বিজ্ঞাপন গুলো দেখানো হবে। তবে আপনি নির্ধারণ করতে পারবেন কোথায় কোথায় বিজ্ঞাপন দেখানো হবে।
সাইটে কি কি বিজ্ঞাপন দেখানো হচ্ছে তা কি আমি দেখতে পাব?
হ্যাঁ, আপনার সাইটে কি কি বিজ্ঞাপন চলছে তা আপনি দেখতে পাবেন। তবে এডমিন হিসেবে বিজ্ঞাপনে ক্লিক করা যাবেনা। অবচেতন মনে ক্লিক পড়ে গেলেও অসুবিধা নেই। তবে খেয়াল রাখতে হবে তা যেন বার বার না হয়।
অনুসারে নিজের সাইটের বিজ্ঞাপনে ক্লিক করা নিষিদ্ধ! তাই এটা কখনো করতে যাবেন না।
গুগল এডসেন্স কি বাংলা ব্লগ সাপোর্ট করে?
জি, অবশ্যই। বিশ্বের প্রায় ৪০ টিরও বেশি ভাষায় এখন গুগল এডসেন্স সাপোর্ট করে। আপনি বর্তমানে বাংলায় প্রচুর ওয়েবসাইট পাবেন যেখানে এডসেন্স এর মাধ্যমে হাজার হাজার টাকা ইনকাম হয়। বাংলাদেশে বর্তমানে তরুন রা অনলাইনে আয় রোজগারের দিকেই বেশি ঝুঁকছে। অনেকেই ব্লগিং করছেন এবং ভাল ইনকাম জেনারেট করছেন; খোঁজ নিলেই বুঝতে পারবেন।
গুগল এডসেন্স কি বাংলা ব্লগ সাপোর্ট করে? এর উত্তরের জন্য বিস্তারিত জেনে আসুন গুগল এর সাইট থেকেঃ Languages Google publisher products support
কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব?
গুগল এর এডসেন্স প্রোগ্রাম একটি ফ্রী ও সহজ প্রক্রিয়া। যে কেউই এখানে একাউন্ট খুলতে পারবে। গুগল এডসেন্স একাউন্ট খোলার জন্য গুগলে এ গিয়ে লিখুন AdSense Account । প্রথম লিংক এ গিয়েই সহজেই খুলতে পারবেন গুগল এডসেন্স একাউন্ট। আপনার জিমেইল একাউন্ট এ লগিন করা থাকলে আরো বেশি সহজ হবে।
এর পরেও যদি আপনার মনে প্রশ্ন থেকে যায় কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব? তাহলে এই পোস্ট এর নিচে গিয়ে কমেন্ট করুন। আমরা আপনাকে সহযোগিতা করবো অবশ্যই।
গুগল এডসেন্স এর একাউন্ট কিভাবে খুলতে হয় এবং চিঠি কিভাবে হাতে পাবেন?
গুগল এডসেন্স এর একাউন্ট কিভাবে খুলতে হয়? এর উত্তর হয়তো এরই মধ্যে পেয়ে গেছেন এই পোস্ট এর মাধ্যমে। এবার আসি ' গুগল এডসেন্স এর চিঠি কিভাবে হাতে পাবেন?'
এর উত্তরে বলতে চাই গুগল এডসেন্স এর চিঠি হাতে আসতে ২ থেকে ৮ সপ্তাহ সময় লাগে। তবে যারা গ্রামে থাকেন তাদের আরো একটু বেশি সময় লাগতে পারে।
কি কি জানলাম ২০২২ সালে গুগল এডসেন্স ইনকাম পোস্ট থেকে?
আসুন জেনে নিই ২০২২ সালে গুগল এডসেন্স ইনকাম এর উপায় গুলোর চুম্বক অংশ গুলোঃ
- গুগল এডসেন্স মানে কি?
- গুগল এডসেন্স এর কাজ কি?
- গুগল এডসেন্স ইনকাম ২০২২
- গুগল এডসেন্স ইনকাম ২০২২ FAQ
- গুগল এডসেন্স এর মাধ্যমে ঘরে বসে অনলাইনে ইনকাম
একটা কথা মনে না রাখলেই নয়...
'এডসেন্স ইনকাম মানে হলো সোনার ডিম পাড়া হাঁসের মত!' একবার যদি আপনি এই লাইনে ইনকামের রাস্তা ধরতে পারেন তাহলে আপনাকে আর পেছনে ফিরে তাকাতে হবে না ...ইনশাআল্লাহ্।
ঘুমিয়ে ঘুমিয়ে কিভাবে টাকা আয় করা যায়?
গুগল এডসেন্স কি আসলেই 'সোনার হরিণ'? ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম কি সম্ভব?, ঘুমিয়ে ঘুমিয়ে কিভাবে টাকা আয় করা যায়? উত্তর হলোঃ হ্যাঁ, সম্ভব। আপনি যদি সঠিক গাইনলাইন ও নিয়ম মেনে কাজ করতে পারেন তাহলে ঘুমিয়ে ঘুমিয়েও টাকা আয় করা সম্ভব গুগল এডসেন্স এর মাধ্যমে। চলুন ২০২২ সালে গুগল এডসেন্স থেকে ইনকাম বিষয়ক একটি অডিও শুনি। আশাকরি কাজে আসবে। ভাল কিছু গাইডলাইন ও দিক-নির্দেশনা পাবেন।
এবার চলুন শুনে আসি 'ঘুমিয়ে ঘুমিয়ে কিভাবে টাকা আয় করা যায়?', 'গুগল এডসেন্স কি আসলেই সোনার হরিণ'? তা নিয়ে একটি সুন্দর গাইডলাইন। আশাকরি 'গুগল এডসেন্স ইনকাম' নিয়ে ভাল একটি দিক-নির্দেশনা পাবেন।
ধন্যবাদ আপনাকে ২০২২ সালে এডসেন্স এর মাধ্যমে ঘরে বসে অনলাইনে আয় করা বিষয়ক আয়োজনের সাথে থাকার জন্য। টেক বাংলা ইনফো... প্রযুক্তির আলোয় মেতে উঠি বাংলায়! এই টেক ব্লগটিতে মূলত অনলাইনে আয়-রোজগার, ইনকাম, ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, ব্যবসা-বাণিজ্য এসব নিয়ে আর্টিকেল পাবলিশ হয়ে থাকে। আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আপনি কি বিষয়ে জানতে চান আমাদের জানান। আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করবো আপনার পছন্দমত আর্টিকেল পাবলিশ করতে। আপনার মূল্যবান মন্তব্য ও পরামর্শ জানাবেন কমেন্ট এর মাধ্যমে।
Good post
ReplyDelete