ওয়েবসাইটের স্পিড কমে যাওয়ার ৭টি কারণ | Speed Optimization

ওয়েবসাইটের লোডিং স্পিড কেন গুরুত্বপূর্ণ?

যে কোন ওয়েবসাইটের জন্য সাইটের লোডিং স্পিড খুবই গুরুত্বপূর্ণ। কেননা এটার উপর আপনার সাইটের র‍্যাংকিং অনেকাংশে নির্ভর করে। গুগল এলগরিদম অনুসারে র‍্যাংকিং এর জন্য সাইটের স্পিড একটি ভাইটাল ইস্যু। একটি ওয়েবসাইটের লোডিং স্পিড কেন গুরুত্বপূর্ণ? ওয়েবসাইট দ্রুত লোড না হলে কি অসুবিধা হয়? ওয়েবসাইট লোডিং স্পিড কম হলে করণীয় কি? টেক বাংলা ইনফো-এর আজকের আয়োজনে এই বিষয় গুলো কাভার করার চেষ্টা করবো।

ওয়েবসাইট-লোডিং-স্পিড -Website-Speed-Optimization

ওয়েবসাইট দ্রুত লোড না হলে কি কি সমস্যা হয়?

ওয়েবসাইটের লোডিং স্পিড যদি স্লো হয় তাহলে কি কি অসুবিধা হয়? সেই কারণগুলো জেনে নিই নিচের লিস্ট থেকেঃ

  • সাইটের ইউজার ভিজিটর বা, ইউজার কমে যাবে।
  • সাইটের বাউন্স রেট বেড়ে যাবে।
  • SERP ওয়েবসাইট ধীরে ধীরে শেষের দিকে চলে যাবে।
  • ধীরে ধীরে র‍্যাংকিং হারাবে।
  • সাইটের View, Popularity, Conversion কমতে থাকবে।
সাইট হচ্ছে একটা দোকানের মত। কাস্টমার যেমন দোকানের লক্ষী, সাইটের জন্য ভিজিটর হলো লক্ষী। তাহলে বুঝুন এবার সাইট দ্রুত লোড না হলে অবস্থা কেমন হবে?

ওয়েবসাইটের স্পিড স্কোর যাচাই কিভাবে করবো?

ওইেরবসাইটের স্পিড যাচাই করার জন্য অনেক টুলস আছে অনলাইনে। টুলস গুলোর মাধ্যমে সাইটের স্পিড স্কোর যাচাই করা যায় ফ্রি তেই।

ওয়েবসাইটের স্পিড যাচাই করার সেরা ৫টি অনলাইন টুলসঃ

উপরের সাইট গুলোতে গিয়ে সম্পূর্ণ ফ্রিতে ওয়েবসাইটের স্পিড স্কোর জানা যাবে।

Pingdom Website Speed Test এ 'টেক বাংলা ইনফো' - এর স্কোর দেখুন নিচের ছবি থেকেঃ

Pingdom Website Speed Test-Tech Bangla Info
সাইটের প্রকৃত ও আসল স্পিড স্কোর জানার জন্য কয়েকবার যাচাই করুন। প্রথম রেজাল্ট এ ভাল বা, খারাপ আসতে পারে। দুই থেকে চার বার যাচাই করলে আসল স্পিড স্কোর জানা সম্ভব হবে।

তাহলে এবার চলুন দেখে নিই 'টেক বাংলা ইনফো'-এর স্পিড স্কোর কত তা দেখে আসি। একটি স্ক্রিনশট দিলাম স্পিড স্কোর এর। এটি Google PageSpeed Insights এ মোবাইল ও ডেক্সটপ দুইটাতেই স্কোর দেখানো হয়েছে।

ওয়েবসাইটের-স্পিড -স্কোর-যাচাই-কিভাবে-করবো-psi

এবার দেখে নেয়া যাক GTmetrix এ 'টেক বাংলা ইনফো'-এর পারফরমেন্স কেমন। নিচের স্ক্রিনশট এ দেখুন।

ওয়েবসাইটের-স্পিড -স্কোর-যাচাই-কিভাবে-করবো-gtmatrix

আলহামদুলিল্লাহ্‌ --- 'টেক বাংলা ইনফো' এর স্পিড স্কোর সব টুলস এ ভাল দেখাচ্ছে। এই স্পিড স্কোর আগে এমন ছিল না। অনেক কম ছিল। যেহেতু ওয়েবসাইটের ওয়েব স্পিড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ র‍্যাঙ্গকিং ফ্যাক্টর তাই এটাতে মনযোগ দেয়া খুবই প্রয়োজনীয় বিষয়।

যে ৭ টি কারণে ওয়েবসাইটের লোডিং স্পিড কমে যায়

যে কোন সাইটের গতি কমে যাওয়ার পেছনে অনেক কারণ আছে। তবে আমরা এখানে মূল কারণগুলো নিয়েই কথা বলবো। ওয়েবসাইটের গতি যে ৭ টি কারণে কমে যায় সেগুলো একে একে আলোচনা করবো। এর পাশাপাশি প্রতিকার এর উপায় গুলোও বলবো --- ইনশাআল্লাহ্‌

  • নিম্ন মানের হোস্টিং ব্যবহার করা
  • ওয়েবসাইট ইউজার-ফ্রেন্ডলি(Responsive) না হওয়া
  • Unoptimized Image ব্যবহার করা
  • অপ্রয়োজনীয় প্লাগিন রাখা
  • থিমের কোড এ ভুল থাকা
  • CSS ও JavaScript Optimized না থাকা
  • অতিরিক্ত Ads এর ব্যবহার

তো চলুন, একে একে শুরু করা যাক। ধাপে ধাপে Website Speed Optimization

নিম্ন মানের হোস্টিং ব্যবহার করা

খরচ কমের আশায় হোক অথবা অফারের গোলক ধাঁধায় পড়ে হোক এরকম অনেকেই হোস্টিং কিনে ফেলে কোন কিছু না ভেবেই। কিন্তু পরে পস্তাতে হয় অনেক।

ওয়েবসাইট এর স্পিড ভাল পেতে হলে নিম্ন মানের সস্তা হোস্টিং না নিয়ে ভাল এবং স্ট্যান্ডার্ড মানের হোস্টিং কিনুন। এর পাশাপাশি এটাও মাথায় রাখায় জরুরী যে আপনার সাইটে কেমন ভিজিটর মানে কত সংখ্যক ভিজিটর আসবে প্রতদিন? সে অনুযায়ী হোস্টিং কেনা ই বুদ্ধিমানের কাজ হবে।

ওয়েবসাইট ইউজার-ফ্রেন্ডলি(Responsive) না হওয়া

বর্তমান যুগ হচ্ছে মোবাইল এবং এন্ডয়েড এর যুগ। গুগল এলগরিদম অনুসারে যে কোন ওয়েবসাইট এর ৬০% থেকে ৬৫% ভিজিটর আসে মোবাইল ডিভাইস থেকে। তাই সাইট এর ইউজার-ফ্রেন্ডলি বিষয় টা অনেক দরকারী। সাইট যদি ইউজার-ফ্রেন্ডলি না হয় তাহলে সাইটের বাউন্স রেট বাড়তে থাকে। ধীরে ধীরে ভিজিটর কমতে থাকে। আর তাই সাইট Responsive হতে হবে।

আপনার সাইট ইউজার-ফ্রেন্ডলী কিনা? আপনার সাইট ডিভাইস-ফ্রেন্ডলী কিনা? আপনার ওয়েবসাইট Responsive কিনা তা কিভাবে যাচাই করবেন?

নিচের লিস্ট এ দেয়া লিস্ট এর লিংক থেকে যাচাই করে নিন আপনার ওয়েবসাইটের ডিভাইস-ফ্রেন্ডলী কিনা?

responsive-website-user-friendly-check-tech-bangla-info

ওয়েবসাইট ইউজার-ফ্রেন্ডলী যাচাই করার সেরা ৫টি অনলাইন টুলসঃ

Website Responsive Testing Tools Free

উপরে দেয়া লিস্ট এর সাইট গুলোতে গিয়ে আপনার ওয়েব সাইটের URL দিয়ে ওয়েবসাইট ইউজার-ফ্রেন্ডলী স্ক্যান করে জানতে পারবেন। সাইট রেস্পন্সিভ কিনা তা জানতে পারবেন

Unoptimized Image ব্যবহার করা

সাইটের দ্রুত লোড না হওয়ার অন্যতম প্রধান কারণ হলো Unoptimized Image এর ব্যবহার। অতিরিক্ত ইমেজ ফাইল সাইজ লোড হতে অনেক সময় নেয়। ফলে সাইট স্লো হয়ে যায়। সাইটের স্পিড ভাল রাখার জন্য ইমেজ ব্যবহার এর ক্ষেত্রে সব সময় চেষ্টা করুন ১০০ কেবি এর নিচে ফাইল সাইজ রাখতে। আমি সবসময় ৮০ কেবি ই রাখি। হোম পেইজে ইমেজ যত কম দেয়া যায় ততই ভালো। ইমেজ এর ফরমেট এর ক্ষেত্রে JPG, PNG হলো বেস্ট, সম্ভব হলে webp রাখুন।

ইমেজ অপ্টিমাইজেশন নিয়ে আরো বিস্তারিতঃ Google Images best practices

অপ্রয়োজনীয় প্লাগিন রাখা

সাইটে কাজের জন্য আমরা অনেক সময় বিভিন্ন ধরনের প্লাগিন, টুলস, এডন্স, থার্ড-পার্টি প্লাগিন ইত্যাদি ব্যবহার করে থাকি। কিন্তু অনেক সময় দেখা যায় সাইটে এসব প্লাফিন বা, টুলস আর দরকার হয়না। তাই এগুলো ওয়েবসাইটে ইন্সটল করা অবস্থায় থেকেই যায়। এসব প্লাগিন গুলো সাইটের লোডিং স্পিড কমিয়ে দেয়। তাই চেষ্টা করুন ড্যাশবোর্ড থেকে এসব অপ্রয়োজনীয় প্লাগিন আনইন্সটল, ডি-এক্টিভ ও ডিলিট করে দিন।

থিমের কোড এ ভুল থাকা

ওয়েবসাইটের গতি মূলতঃ নির্ভর করে থিমের উপর। থিমের কোডের উপর। আর থিমের কোডে যদি ভুল থাকে তাহলে সাইট লোড হতে সময় নেয়। দ্রুত লোড হয়না। তাই থিম চ্যুজ করার আগে জেনে নিতে হবে থিমের কোড এ কোন ভুল আছে কিনা? যদি ভুল নাও থাকে তাহলে সাইট কাস্টোমাইজেশন শেষে আবার যাচাই করতে হবে কোন Error আছে কিনা?

থিম এ ভুল আছে কিনা তা কিভাবে যাচাই করবো? এটা খুব সহজ। সাইট এ গিয়ে মাউজ এ রাইট ক্লিক করলে 'Inspect Elements' থেকে যাচাই করা যাবে।

থিমের কোড এ কোন ভুল আছে কিনা তা কিভাবে যাচাই করবেন তার নমুনা হিসেবে নিচে একটি ছবি দেয়া হলো।

website-speed-optimization-theme-code-error

CSS ও JavaScript Optimized না থাকা

ওয়েবসাইটের থিমের অথবা কাস্টম কোডের CSS ও JavaScript Optimized না থাকলে সাইট দ্রুত লোড হয়না। লোড হতে অনেক সময় নেয়। এর ফলে বেড়ে যায় বাউন্স রেট

minify-css-tech-bangla-info

সাইটের CSS ও JavaScript Optimize কিভাবে করবেন?

  • কয়েকটি CSS ও JavaScript থাকলে চেষ্টা করুন একটা ফাইলে কম্বাইন করার।
  • CSS ও JavaScript এর Minified Version ব্যবহার করুন।
  • External CSS যদি থাকে সেগুলো কে Inline CSS এ নিয়ে আসুন।
  • সাইট ডিভাইস-ফ্রেন্ডলী হওয়ার জন্য মিডিয়া ক্যুয়েরি ব্যবহার করুন।

উপরে বর্ণিত তিনটি পদ্ধতি এপ্লাই করে সাইটের গতি যাচাই করে দেখুন; অনেক বেড়ে গেছে।

অতিরিক্ত Ads এর ব্যবহার

এ কথা স্বীকার করতেই হবে যে সাইট থেকে ইনকামের প্রাণ হলো Ads। কিন্তু অতিরিক্ত এড এর জন্য সাইটের স্পিড কমে যায়। তাই সাইটে বেশি এড না রাখাই ভালো। বেশি ও মাত্রাতিরিক্ত এড ব্যবহার করলে ভিজিটরও বিরক্ত হয়।

চেষ্টা করুন ওয়েবসাইটে প্রতি পেইজে দুটির বেশি এড না রাখতে।

ওয়েবসাইটের লোডিং স্পিড কম হবার আরো কিছু কারণ

আরো কয়েকটি কারণে সাইটের স্পিড কমে যায় যা না বললেই নয়।

ওয়েবসাইটের গতি কমে যাওয়ার বা, দ্রুত লোড না হবার আরো কিছু কারণ যা আপনাকে মনে রাখতেই হবে।

  • প্রি-লোডার আছে এরকম থিম গুলো সাইট স্পিড কমিয়ে দেয়।
  • বড় সাইজের মিডিয়া যেমন ভিডিও, অডিও, ইমেজ ওয়েবসাইটের লোডিং স্লো করে দেয়।
  • সাইটের থিম ও প্লাগিন আপ-টু-ডেট না থাকলে সাইট দ্রুত লোড হয়না।
  • Pop-Up সাইটের লোডিং স্পিড কমিয়ে দেয়।
  • অতিরিক্ত সোস্যাল শেয়ারিং বাটন থাকলে স্পিড কমে যায়
  • সাইটে একাধিক ফন্ট ব্যবহার করলে সাইটের স্পিড কমে যায়। দ্রুত লোড হয় এমন ফন্ট বাচাই করুন।
  • Null Theme গুলো তে বাগ থাকে, এরর থাকে। Null Theme সাইটের লোডিং ক্ষমতা কমিয়ে দেয়

উপরে বর্ণিত বিষয় গুলো পরিহার করে চলুন। সাইটের স্পিড একটি ভাইটাল গুগল র‍্যাংকিং ফ্যাক্টর

ওয়েবসাইটের স্পিড অপ্টিমাইজেশন নিয়ে একটি ইউটিউব ভিডিও দেখে নিইঃ

ধন্যবাদ আপনাকে ওয়েবসাইটের স্পিড কমে যাওয়ার ৭টি কারণWebsite Speed Optimization নিয়ে পোস্ট টি পড়ার জন্য। এরকম আরো দরকারী টিপস পেতে টেক বাংলা ইনফো - এর ব্লগে আসুন নিয়মিত। আপনার কোন মতামত ও পরামর্শ থাকলে জানাবেন কমেন্ট এর মাধ্যমে।

Post a Comment (0)
Previous Post Next Post