লেখালেখি করে টাকা আয়
দ্রুত গতির ইন্টারনেট ও প্রযুক্তির ক্রমবর্ধমান উন্নতির ফলে বর্তমানে ঘরে বসে আয় করার অনেক উপায় আছে। এর মধ্যে লেখালেখি করে টাকা আয় বর্তমানে একটা পেশা হয়ে দাঁড়িয়েছে। 'টেক বাংলা ইনফো' এর আজকের এই পোস্ট এর মাধ্যমে আজ আমরা 'কিভাবে লেখালেখি করে টাকা করা যায়?' তা নিয়ে বিস্তারিত জানার চেস্টা করবো ইনশা-আল্লাহ। কথা না বাড়িয়ে চলুন শুরু করি।
লেখালেখি করে কীভাবে আয় করা যায়?
লেখালেখি করে অনলাইনে টাকা আয় করার কত গুলো উপায় আছে? কত গুলো মাধ্যম আছে? এই প্রশ্নের উত্তর দিতে গেলে আসলে অল্প কথায় বলে শেষ করা সম্ভব না। তবে আমরা এখানে খুব স্বল্প পরিস্বরে তুলে ধরবো।
লেখালেখি করে আয় করার পদ্ধতি গুলোঃ
- বাংলায় লেখালেখি করে টাকা ইনকাম
- ইংরেজিতে লেখালেখি করে আয়
- পত্রিকায় লেখালেখি করে উপার্জন
- বই লিখে টাকা উপার্জন
- লেখালেখি করে আয় করার ওয়েবসাইট
- লেখালেখি করে আয় করার ওয়েবসাইট পেমেন্ট বিকাশে
তো চলুন শুরু করি উপরের লিস্ট অনুযায়ী পদ্ধতি গুলো।
বাংলায় লেখালেখি করে আয়
আমরা সবাই জানি লেখালেখি মূলত একটি সৃজনশীল কাজ। ছাত্রছাত্রী, কর্মজীবী কিংবা গৃহিণী অনেকেই শখের বশে বিভিন্ন টপিকের উপর লেখালেখি করতে পছন্দ করেন। তবে এখানে সৃজনশীলতা ও মননশীলতা খুব গভীর ভাবে কাজ করে। লেখার মান ভাল না হলে এই লাইনে কাজ না করাই ভালো। অর্থাৎ আপনার লেখা বা, কনটেন্ট যদি প্রিন্ট মাধ্যম বা, অনলাইনে প্রকাশিত হলে আপনি সবার কাছ থেকে বাড়তি মূল্য পাবেন ।
ইংরেজিতে লেখালেখি করে আয়
বর্তমানে অনলাইনে ইংরেজিতে কনটেন্ট রাইটার এর প্রচুর চাহিদা রয়েছে। তবে এক্ষেত্রে ইংরেজিতে ভাল দক্ষতা অবশ্যই থাকতে হবে। দেশি বিদেশি সাইটগুলো বেশ ভালো টাকা দিয়ে কন্টেন্ট রাইটার হায়ার করে থাকে। সুতরাং ইংরেজিতে এসইও ফ্রেন্ডলি ফিচার কন্টেন্ট লিখতে পারলে দেশি বিদেশি অনেক সাইটে লিখে আয় করতে পারবেন অনায়াসেই!
পত্রিকায় লেখালেখি করে উপার্জন
লিখার মান ভাল হলে পত্রিকায় লিখে আয় করা সম্ভব। এখন সকল পত্রিকারই একটি অনলাইন পোর্টাল থাকে। এ সমস্ত পোর্টাল এ প্রচুর কনটেন্ট এর দরকার হয়। আর তাই তারা কনটেন্ট রাইটার হায়ার করে নেয়। আপনি ভাল মানের একজন কনটেন্ট রাইটার হলে অবশ্যই পত্রিকায় লেখালেখি করে উপার্জন করতে পারবেন।
বই লিখে টাকা উপার্জন; ই-বুক লিখে আয়
অনলাইন ও ইন্টারনেট মিডিয়ার যুগ হলেও বর্তমানে বইয়ের গুরুত্ব কিন্তু হারিয়ে যায় নি। ই-বুক লিখে বিভিন্ন ই-বুক মার্কেটপ্লেসে বিক্রি করেও ইনকাম করতে পারবেন! আপনি যে বিষয়ে অভিজ্ঞ সেই বিষয় অর্থাৎ টপিক অনুযায়ী লিখুন ই-বুক আকারে। আর তা পাবলিশ করুন ই-বুক বা, pdf আকারে। বর্তমানে অনলাইনে পিডিএফ বইয়ের চাহিদা প্রচুর। পিডিএফ বই লিখে পাবলিশ করার অনেক সাইট আছে। যেমনঃ
এছাড়াও বিভিন্ন প্রকাশনীতে সম্পাদক, প্রুফ রিডার ও একাডেমিক রাইটার হিসেবে কাজ অর্থ উপার্জন করতে পারবেন।
লেখালেখি করে টাকা আয় করার ওয়েবসাইট
কনটেন্ট রাইটিং বা, লেখালেখি করে আয় করার অনেক সাইট আছে। সেই সাইট গুলোতে আপনি ভাল মানের কনটেন্ট রাইটার হিসেবে হায়ার হতে পারেন। এরকম কয়েকটি সাইটের লিস্ট দেখে নিন যেখান থেকে আপনি একাউন্ট বা, প্রোফাইল খুলে লেখালেখি করে আয় রোজগার করতে পারবেন;
- আপওয়ার্ক থেকে আয়
- ফাইভার থেকে আয়
- স্কুইডু থেকে কনটেন্ট লিখে আয়
- হাব পেজ থেকে আর্টিক্যাল লিখে আয়
- ইয়াহু কন্ট্রিবিউটর থেকে আয়
উপরে উল্লেখিত সাইট গুলো থেকে আপনি 5$ থেকে শুরু করে হাজার ডলার ইনকাম করা কোন ব্যাপার না। সাইট গুলোতে একাউন্ট খুলে প্রোফাইল ভাল ভাবে অপ্টিমাইজ করুন, গিগ খুলুন, প্রচার করুন; জানেন ই তো; প্রচার ই প্রসার।
Content is King
লেখালেখি করে আয় করার ওয়েবসাইট পেমেন্ট bKash এ
আপনার হয়তো জানা আছে বর্তমান বাজারে কনটেন্ট এর চাহিদা কেমন? একটা ওয়েবসাইটের মূল প্রাণ হলো ভাল মানের কনটেন্ট। ভাল কনটেন্ট না হলে ওয়েবসাইট গুগলে র্যাংক করা অনেকে কঠিন। আর তাই ওয়েবসাইটের মালিকগন কনটেন্ট এর পেছনে অনেক টাকা খরচ করতেও দ্বিধা করেন না। বর্তমানে আপনি কনটেন্ট লিখে বিকাশের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন।
অনেক ওয়েব সাইটেই এই সুযোগ টা দিচ্ছে। যেমনঃ বাংলা আর্টিকেল লিখে আয় পেমেন্ট বিকাশে মাসে ১৫,০০০ টাকা ।
লেখালেখি করে আয় রোজগার করে বিকাশে পেমেন্ট নিতে পারেন এখান থেকেঃ লেখালেখি করে আয় ২০২১ , পেমেন্ট বিকাশে। ঘরে বসে আয় করুন বিকাশে পেমেন্ট নিন।
আরো একটি সাইট দেখুন যারা কনটেন্ট রাইটিং এর জন্য বিকাশে পেমেন্ট দিচ্ছেঃ লেখালেখি করে আয় করার ওয়েবসাইট পেমেন্ট বিকাশে।
Content Writing Jobs In Bangladesh - Freelance Content Writing Jobs.
অনলাইন ইনকাম সাইট বিকাশ পেমেন্ট- জে আইটি আর্নিং প্রোগ্রাম
আপনার আর্টিকেল লেখার অভিজ্ঞতা থাকলে, কম্পিউটার অথবা স্মার্টফোন থাকলে এবং ভালো ইন্টারনেট কানেকশন থাকলে আপনি চাইলে জেআইটি'র এই প্রোগ্রামে অংশ নিতে পারেনঃ অনলাইন ইনকাম সাইট বিকাশ পেমেন্ট- জে আইটি আর্নিং প্রোগ্রাম।
অনেকেই আছেন যারা শুধু শুধু ঘরে বসে ভিডিও বা, সিনেমা-নাটক দেখে অযথা সময় নষ্ট করছেন। এভাবে সময় পার না করে নিজের স্কিল ডেভেলপ করুন কনটেন্ট রাইটিং এর উপর। নিশ্চিত করুন আপনার অনলাইন উপার্জন। আর অংশীদার হোন নিজের ফ্যামিলি ও দেশের একজন ভাল, দক্ষ জনশক্তি হিসেবে।
আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ আপনাকে 'টেক বাংলা ইনফো' এর লেখালেখি করে আয় করার উপায় বিষয়ক পোস্ট টি পড়ার জন্য। এরকম আরো অনেক ভাল ভাল অনলাইন ইনকাম এর সোর্স গুলো পেতে আমাদের সাথেই থাকুন।