কেমন আছেন বন্ধুরা? আশাকরি সবাই ভাল ও নিরাপদে আছেন। আজকে আমরা 'টেক বাংলা ইনফো' এর এই পোস্ট এর মাধ্যমে জানবো 'কম্পিউটারে বাংলা যুক্তবর্ণ লেখার নিয়ম' এবং 'কম্পিউটারে বাংলা যুক্তবর্ণ লেখার নিঞ্জা টেকনিক'।
ও হ্যাঁ! ভালো কথা!! আপনি যদি কম্পিউটারে বাংলা লেখার নিয়ম কিংবা ল্যাপটপে বাংলা লেখার নিয়ম জানতে চান তাহলে এই পোস্ট থেকে জেনে নিন কিভাবে কোন সফটওয়্যার ছাড়াই কম্পিউটারে বাংলা লিখা যায়?
সফটওয়্যার ছাড়া কম্পিউটারে বাংলা লেখার নিয়ম । ২টি নিঞ্জা টেকনিক ।
কম্পিউটারে বাংলা যুক্তবর্ণ লেখার নিয়ম
শুধু অফিসিয়াল কাজের ক্ষেত্রে নয়; বর্তমানে বাংলায় টাইপিং সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতেও অনেক জনপ্রিয়। কম্পিউটারে বাংলা টাইপ করার সময় আমরা অনেক সময় বিপাকে পড়ে যাই। বিশেষ করে বাংলা যুক্তবর্ণ যখন টাইপ করার দরকার হয় তখন। আজকের এই পোস্ট পড়ার মাধ্যমে আপনি কম্পিউটারে বাংলা যুক্তবর্ণ লেখার নিয়ম জানতে পারবেন। আজকে কম্পিউটারে বাংলা যুক্তবর্ণ লেখার নিয়ম নিয়ে কি কি কাভার করবো তার শিরোনাম গুলো জেনে নিই।
- কম্পিউটারে বাংলা যুক্তবর্ণ লেখার নিয়ম
- কম্পিউটারে বাংলা যুক্তবর্ণ লেখার সফটওয়্যার
- কম্পিউটারে বাংলা লেখার সেরা সফটওয়্যার কোনটি ও কেন?
- কম্পিউটারে বাংলা যুক্তবর্ণ লেখার নিয়ম pdf
- কম্পিউটারে বাংলা যুক্তবর্ণ লেখার নিঞ্জা টেকনিক
তো চলুন জেনে নেয়া যাক একে একে কম্পিউটারে বাংলা যুক্তবর্ণ লেখার নিয়ম গুলো।
কম্পিউটারে বাংলা যুক্তবর্ণ কয় ভাবে লিখা যায়?
এবার আসি কম্পিউটারে বাংলা যুক্তবর্ণ কয় ভাবে লিখা যায়? এর উত্তরে। কম্পিউটারে কয়েক ভাবেই বাংলা যুক্তবর্ণ লেখা যায়। কোন এক সময় কম্পিউটারে বাংলা লিখার একমাত্র ভরসা ছিল বিজয়। এরপরে আসে অভ্র।
বর্তমানে অনলাইনে ও অফলাইনে দুইভাবেই বাংলা লিখা যায়। অফলাইনে বাংলা লিখার জন্য কম্পিউটারে সফটওয়্যার ইন্সটল করতে হয়। আর অনলাইনে বাংলা লিখার জন্য শুধু ব্রাউজার এক্সটেনশন অথবা সরাসরি ওয়েব থেকেই লিখা যায়।
কম্পিউটারে বাংলা যুক্তবর্ণ লিখার জন্য কয়েকটি মাধ্যম ও সফটওয়্যার এর নাম আমরা জানবো।
কম্পিউটারে বাংলা যুক্তবর্ণ লেখার সফটওয়্যার
কম্পিউটারে বাংলা যুক্তবর্ণ লেখার সফটওয়্যার হিসেবে অভ্র বর্তমানে অনেক জনপ্রিয় একটি বাংলা টাইপিং সফটওয়্যার। কম্পিউটারে বাংলা যুক্তবর্ণ লেখার সফটওয়্যার আরো কি কি আছে তা জেনে নিই নিচের লিস্ট থেকে।
কম্পিউটারে বাংলা যুক্তবর্ণ লেখার সফটওয়্যার এর নামের তালিকাঃ
- অভ্র কিবোর্ড
- বিজয় বায়ান্ন
- লিপিকার কিবোর্ড
- বর্ণ কিবোর্ড
- Soumili Keyboard
- Akkhor Bangla Keyboard
কম্পিউটারে বাংলা যুক্তবর্ণ লেখার জন্য উপরে উল্লেখিত সফটওয়্যার গুলো ছাড়াও ব্রাউজারে এক্সটেনশন এড করার মাধ্যমে বাংলা যুক্তবর্ণ লেখা যায় । এছাড়াও সরাসরি অনলাইন থেকেও লিখা যায় বাংলা যুক্তবর্ণ।
অনলাইনে বাংলা লিখার জন্য এবং বাংলা যুক্তবর্ণ লিখার জন্য আমি সাজেস্ট করবো দুইটা গুগল ক্রোম এক্সটেনশন। একটার নাম Google Input Tools এবং Avro (অভ্র) for Chrome। এই দুইটা আপনি আপনার ওয়েব ব্রাউজারে এড করে নিয়ে সহজে বাংলা লিখতে এবং বাংলা যুক্তবর্ণ লিখতে পারবেন।
কম্পিউটারে বাংলা টাইপের জন্য সবচেয়ে ভালো সফটওয়্যার কোনটি?
একজন ব্লগার ও আর্টিকেল রাইটার হিসেবে আমি মনে করি কম্পিউটারে বাংলা টাইপের জন্য সবচেয়ে ভালো সফটওয়্যার হলো 'অভ্র'। বাংলায় আর্টিকেল রাইটিং এর জন্য আমি সব সময় অভ্র ব্যবহার করে থাকি। এটাতে টাইপ করতে আমি অনেক স্বাচ্ছন্দ বোধ করে থাকি। তাই কেউ যদি আমাকে জিজ্ঞেস করে কম্পিউটারে বাংলা টাইপের জন্য সবচেয়ে ভালো সফটওয়্যার কোনটি? আমি সবাইকে সাজেস্ট করি 'অভ্র কিবোর্ড'!
কম্পিউটারে বাংলা লেখার সেরা সফটওয়্যার কোনটি ও কেন?
অনেকেই জিজ্ঞেস করেন 'কম্পিউটারে বাংলা লেখার সেরা সফটওয়্যার কোনটি ও কেন?' আমি এর উত্তরে সব সময় অভ্র বাংলা কিবোর্ড কেই সাজেস্ট করে থাকি। কম্পিউটারে বাংলা লেখার সেরা সফটওয়্যার এর নাম হলো 'অভ্র'।
কেন অভ্র বাংলা কিবোর্ড কম্পিউটারে বাংলা লেখার সেরা সফটওয়্যার? এর উত্তর হলো এটিতে টাইপ করা খুবই সহজ। আপনার যদি কোন শব্দের বানান হুবহু মনে নাও থাকে অভ্র তে টাইপ করতে কোন অসুবিধা হয় না। এখানে টাইপ করার সময় অটো সাজেশন আসে। অটো সাজেশন থেকে সঠিক শব্দ সহজে সিলেক্ট করে টাইপ করা যায়।
অভ্র বাংলা কিবোর্ড এর আরো একটি সবচেয়ে বড় সুবিধা হলো এখানে টাইপ করার সময় বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা সুইচ করার জন্য কিবোর্ড এ F12 চাপলেই সহজে সুইস করা যায়। এই ফিচার টি টাইপিং স্পিড কে বাড়িয়ে দেয়। বাংলা থেকে ইংরেজি কিংবা ইংরেজি থেকে বাংলায় যেতে তেমন বেগ পেতে হয় না। সময়ও লাগেনা। খুব সহজে কিবোর্ড থেকে F12 চাপলেই হয়ে যায়।
কম্পিউটারে বাংলা লেখার সেরা সফটওয়্যার অভ্র হওয়ার আরো একটি বড় কারণ হলো কম্পিউটারে বাংলা যুক্তবর্ণ লেখার জন্য এটি খুবই সহায়ক। আশাকরি বুঝতে পেরেছেন অভ্র বাংলা কিবোর্ড কেন কম্পিউটারে বাংলা লেখার সেরা সফটওয়্যার?
কম্পিউটারে বাংলা যুক্তবর্ণ লেখার নিয়মঃ বিজয়
শুরু থেকেই বিজয় বাংলা অনেক জনপ্রিয়। সরকারি, কর্পোরেট সহ অফিসিয়াল কাজে বিজয় বায়ান্ন বাংলা কিবোর্ড এর ব্যবহার রয়েছে। বিজয় বায়ান্ন তে কম্পিউটারে বাংলা যুক্তবর্ণ লেখার জন্য আপনাকে বিজয় কিবোর্ড যুক্তাক্ষর গুলো মনে রাখতে হবে। মনে রাখার জন্য নিচে একটি লিস্ট দিলাম বিজয় বায়ান্ন বাংলা যুক্তবর্ণ বা, বিজয় কিবোর্ড বাংলা যুক্তাক্ষর এর।
বিজয় কিবোর্ড বাংলা যুক্তাক্ষর গুলোর তালিকাঃ
- ক্ত (ক+ত) = J+G+k
- ক্ষ (ক+ষ) = J+G+(Shift+N)
- হ্ম (হ+ম) = I+G+M
- ক্ষ্ম (ক+ষ+ম) = J+G+(Shift+N)+G+M
- জ্ঞ (জ+ঞ) = U+G+(Shift+I)
- ঞ্জ (ঞ + জ) = (Shift+I)+G+U
- ঞ্চ (ঞ + চ) = (Shift+I)+G+Y
- ব্ব (ব+ব) = H+G+H
- ল্ল (ল+ল) = (Shift+V)+G+(Shift+V)
- ত্ত (ত+ত) = K+G+K
- ত্র (ত+র) = k+Z
- হৃ (হ+ ঋ) = I+A
- ক্র (ক+র) = J+Z
- ন্ত্র (ন+ত+র) = B+G+K+Z
- দ্ধ (দ+ধ) = L+G+(Shift+L)
- দ্ভ (দ+ভ) = L+G+(Shift+H)
- ক্স (ক+স) = J+G+N
- ক্ম (ক+ম) = J+G+M
- ক্ল (ক+ল) = J+G+(Shift+V)
- ঙ্গ (ঙ+গ) = Q+G+O
- চ্ছ (চ+ছ) = Y+G+(Shift+Y)
- ক্ক (ক+ক) = J+G+J
- গ্ধ (গ+ধ) = O+G+(Shift+L)
- গ্ম (গ+ম) = O+G+M
- গ্র (গ+ র-ফলা) = O+Z
- গ্ল (গ+ল) = O+G+(Shift+V)
- গ্রু (গ+র+ু) = O+Z+S
- ঙ্ক (ঙ+ক) = Q+G+J
- ঙ্খ (ঙ+খ) = Q+G+(Shift+J)
- জ্জ (জ+জ) = U+G+U
- দ্ম (দ+ম) = L+G+M
- জ্জ্ব (জ+জ+ব) = U+G+(Shift+I)
- ট্ট (ট+ট) = T+G+T
- ন্ঠ (ন+ঠ) = (Shift+B)+G+(Shift+T)
- ত্থ (ত+থ) = K+G+(Shift+K)
- ত্ত্ব (ত+ত+ব) = K+G+K+G+H
- র্ম = M+(Shift+A)
- র্ধ্ব = L+G+H+(Shift+A)
- ত্ম (ত+ম) = K+G+M
- ত্রু (ত+র-ফলা+ু) = K+Z+S
- দ্রু (দ+র+ু) = L+Z+S
- ধ্রু (ধ+র-ফলা+ু) = (Shift+L)+Z+S
- ন্থ (ন+হ) = B+G+(Shift+K)
- ন্ব (ন+ব) = B+G+H
- ন্ম (ন+ম) = B+G+M
- ন্ট্রা (ন+ট+র+া) = B+G+T+Z+F
- ন্ড্রু (ন+ড+র+ু) = B+G+K+Z
- ন্দ্র (ন+দ+র-ফলা) = B+G+L+Z
- ন্ধ (ন+ধ) = B+(Shift+L)
- ব্ধ (ব+ধ) = H+G+(Shift+L)
- ভ্র (ভ+র) = (Shift+H)+Z
- ভ্রু (ভ+র+ু) = (Shift+H)+Z+(Shift+S)
- ম্ন (ম+ন) = M+G+B
- ল্কা (ল+ক+া) = V+G+J+F
- শ্ম (শ+ম) = (Shift+M)+G+M
- ষ্ক (ষ+ক) = (Shift+N)+G+J
- ষ্ঠ (ষ+ঠ) = (Shift+N)+G+(Shift+T)
- ষ্প (ষ+প) = (Shift+N)+G+R
- ষ্ফ (ষ+ফ) = (Shift+N)+G+(Shift+R)
- ষ্ট্র (ষ+ট+র-ফলা) = (Shift+N)+G+T+Z
- ষ্ণ (ষ+ণ) = (Shift+N)+G+(Shift+B)
- ষ্ম (ষ+ম) = (Shift+N)+G+M
- স্থ (স+হ) = N+G+(Shift+K)
- স্ত্র (স+ত+র) = N+G+K+Z
- স্ক্রু (স+ক+র+ু) = N+G+J+Z+S
- স্ক্র (স+ক+র) = N+G+J+Z
- স্প্ল (স+প+ল) = N+G+R+G+(Shift+V)
- হ্ন (হ+ন) = I+G+B
- স্ফ (স+ফ) = N+G+(Shift+R)
- চ্ছ্ব (চ+ছ+ব) = Y+G+(Shift+Y)+G+H
- হ্ব (হ+ব) = I+G+H
- ঙ্গ = Q+G+O
- শ্ব = (Shift+M)+G+H
- ঞ্ছ = (Shift+I)+(Shift+Y) = অবাঞ্ছিত
- ক্ত (ক+ত) = J+G+K রক্ত
- ক্ষ (ক+ষ) = J+G+(Shift+N) ক্ষয়
- হ্ম (হ+ম) = I+G+M ব্রাহ্মণ
- ক্ষ্ম (ক+ষ+ম) = J+G+(Shift+N)+G+M
- জ্ঞ (জ+ঞ) = U+G+(Shift+I) জ্ঞান
- ঞ্জ (ঞ + জ) = (Shift+I)+G+U ব্যঞ্জন
- ঞ্চ (ঞ + চ) = (Shift+I)+G+Y কাঞ্চন
- ব্ব (ব+ব) = H+G+H গহ্বর
- ল্ল (ল+ল) = (Shift+V)+G+(Shift+V) উল্ল্যেখযোগ্য
- ত্ত (ত+ত) = K+G+K উত্তর
- ত্র (ত+র) = k+Z একতারা
- হৃ (হ+ ঋ) = I+A
- সূহ্রদ ক্র (ক+র) = J+Z ক্রিকেট
- ন্ত্র (ন+ত+র) = B+G+K+Z মন্ত্র
- দ্ধ (দ+ধ) = L+G+(Shift+L) দগ্ধ
- দ্ভ (দ+ভ) = L+G+(Shift+H)উদ্ভব
- ক্স (ক+স) = J+G+N রিক্সা
- ন্দ্র (ন+দ+র-ফলা) = B+G+L+Z নরেন্দ্র
- ন্ধ (ন+ধ) = B+(Shift D +L) অন্ধ
- ব্ধ (ব+ধ) = H+G+(Shift+L) স্তব্ধ
- ভ্র (ভ+র) = (Shift+H)+Z ভ্রমর
- ভ্রু (ভ+র+ু) = (Shift+H)+Z+(Shift+S)
- ম্ন (ম+ন) = M+G+B
- ল্কা (ল+ক+া) = V+G+J+F উল্ক
- শ্ম (শ+ম) = (Shift+M)+G+M শ্মামাম
- ষ্ক (ষ+ক) = (Shift+N)+G+J শুষ্ক
- ষ্ঠ (ষ+ঠ) = (Shift+N)+G+(Shift+T) কন্ঠ
- ষ্প (ষ+প) = (Shift+N)+G+R বাষ্প
- ষ্ফ (ষ+ফ) = (Shift+N)+G+(Shift+R)
- ষ্ট্র (ষ+ট+র-ফলা) = (Shift+N)+G+T+Z
- ষ্ণ (ষ+ণ) = (Shift+N)+G+(Shift+B)
- ষ্ম (ষ+ম) = (Shift+N)+G+M
- স্থ (স+হ) = N+G+(Shift+K) স্থান
- স্ত্র (স+ত+র) = N+G+K+Z অস্ত্র
- স্ক্রু (স+ক+র+ু) = N+G+J+Z+S স্ক্রুগজ
- স্ক্র (স+ক+র) = N+G+J+Z স্ক্রল
- স্প্ল (স+প+ল) = N+G+R+G+(Shift+V)
- হ্ন (হ+ন) = I+G+B চিহ্ন
- স্ফ (স+ফ) = N+G+(Shift+R) অস্ফালন
- চ্ছ্ব (চ+ছ+ব) = Y+G+(Shift+Y)+G+H সচ্ছ্বল
- হ্ব (হ+ব) = I+G+H আহ্বান
- ঙ্গ = Q+G+O অঙ্গ
- শ্ব = (Shift+M)+G+H শ্বশুর
- ঞ্ছ = (Shift+I)+(Shift+Y) = অবাঞ্ছিত
- দ্ম (দ +ম)=L+G +M, পদ্ম।
- ট্ট (ট +ট )=T+G+T, কট্টর।
কম্পিউটারে বাংলা যুক্তবর্ণ লেখার নিয়মঃ বিজয় কিবোর্ড বাংলা যুক্তাক্ষর গুলোর একটি ছবি নিচে দিয়েছি বুঝার সুবিধার্থে।
একটা বিষয় মনে না রাখলেই নয়। বিজয় কিবোর্ড বাংলা যুক্তাক্ষর গুলো লিখার সময় দুইটি অক্ষর কে যুক্ত করার জন্য কিবোর্ড এ G চাপতে হবে।
কম্পিউটারে বাংলা যুক্তবর্ণ লেখার নিয়মঃ অভ্র
কম্পিউটারে বাংলা যুক্তবর্ণ লেখার নিয়ম এর মধ্যে অভ্র বর্তমানে অনেক জনপ্রিয় একটি বাংলা কিবোর্ড ল্যাআউট। কেননা অভ্র তে যুক্তবর্ণ টাইপ করার সময় সঠিক বানান মনে না থাকলেও এখানে অটো সাজেশন থেকে খুব সহজে যুক্তবর্ণ টাইপ করা যায়। আর তাই কম্পিউটারে বাংলা যুক্তবর্ণ লেখার নিয়ম হিসেবে আমি সব সময় সবাইকে অভ্র কিবোর্ড ল্যাআউট এর কথা সাজেস্ট করে থাকি।
নিচে কম্পিউটারে বাংলা যুক্তবর্ণ লেখার নিয়মঃ অভ্র দিয়ে কিভাবে বাংলা যুক্তবর্ণ টাইপ করবেন তা দেয়া হলো।
কম্পিউটারে বাংলা যুক্তবর্ণ লেখার নিয়মঃ অভ্র যুক্তবর্ণ গুলোর তালিকাঃ
- ক্ট = kT; যেমন: ডক্টর (মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
- ক্ট্র = kTr; যেমন: অক্ট্রয়
- ক্ত = kt; যেমন: রক্ত
- ক্ত্র = ktr; যেমন: বক্ত্র
- ক্ন = kn; যেমন: বাচক্নবী
- ক্ব = kw; যেমন: পক্ব, ক্বণ
- ক্ম = km; যেমন: রুক্মিণী
- ক্য = kZ; যেমন: বাক্য
- ক্র = kr; যেমন: চক্র
- ক্ষ = kkh; যেমন: পক্ষ
- ক্ষণ = kkhN;
- ক্ষ্ম = kkhm; যেমন: লক্ষ্মী (kkhmi)
- ক্ষ্ম্য = kkhmZ; যেমন: সৌক্ষ্ম্য
- ক্ষ্য = kkhZ; যেমন: লক্ষ্য
- ক্স = ks; যেমন: বাক্স
- খ্য =khZ; যেমন: সখ্য
- খ্র = khrr যেমন; যেমন: খ্রিস্টান
- গ্ণ = g,,N; যেমন – রুগ্ণ
- গ্ধ = gdho; যেমন: মুগ্ধ
- গ্ধ্য = gdhZ; যেমন: বৈদগ্ধ্য
- গ্ধ্র = g,,dhr; যেমন: দোগ্ধ্রী
- গ্ন = gn; যেমন: ভগ্ন
- গ্ন্য = gmZ; যেমন অগ্ন্য
- = র + ঘ + য; যেমন: দৈর্ঘ্য
- র্ঙ্গ = র + ঙ + গ; যেমন: শার্ঙ্গ (ধনুর্বিশেষ)
- র্চ্য = র + চ + য; যেমন: অর্চ্য (পূজনীয়)
- র্জ্য = র + জ + য; যেমন: বর্জ্য
- র্জ্জ = র + জ + জ; যেমন: ঊর্জ্জ
- র্জ্ঞ = র + জ + ঞ; যেমন: দুর্জ্ঞেয়
- র্ণ্য = র + ণ + য; যেমন: বৈবর্ণ্য (বিবর্ণতা)
- র্ত্য = র + ত + য; যেমন: মর্ত্য
- র্থ্য = র + থ + য; যেমন: সামর্থ্য
- র্ব্য = র + ব + য; যেমন: নৈর্ব্যক্তিক
- র্ম্য = র + ম + য; যেমন: নৈষ্কর্ম্য
- র্শ্য = র + শ + য; যেমন: অস্পর্শ্য
- র্ষ্য = র + ষ + য; যেমন: ঔৎকর্ষ্য
- র্হ্য = র + হ + য; যেমন: গর্হ্য
- র্খ = র + খ;
কম্পিউটারে বাংলা যুক্তবর্ণ লেখার নিয়মঃ বর্ণ
বর্ণ বাংলা টাইপের জন্য বলতে গেলে নতুন একটি সফটওয়্যার। যদিও এটি মোবাইলে বেশি জনপ্রিয়। কম্পিউটারে বাংলা যুক্তবর্ণ লেখার জন্য বর্ণও দিনে দিনে জনপ্রিয় হচ্ছে।
কম্পিউটারে বাংলা যুক্তবর্ণ লেখার নিঞ্জা টেকনিক
কম্পিউটারে বাংলা যুক্তবর্ণ লেখার নিয়ম তো কয়েকটি বললাম। তো এবার চলুন জেনে আসি কম্পিউটারে বাংলা যুক্তবর্ণ লেখার নিঞ্জা টেকনিক। আমি আমার ব্লগের আর্টিকেল লিখার জন্য এটি ব্যবহার করে থাকি। এটাতে যুক্তবর্ণ টাইপ করাও অনেক সহজ। আপনি বাংলিশ এ কোন শব্দের কাছাকছি টাইপ করলেও এর অটো সাজেশন ও NEXT WORD PREDICTION এর মাধ্যমে সহজে বাংলা টাইপ করা যায়। কম্পিউটারে বাংলা যুক্তবর্ণ লেখার জন্য এটি একটি নিঞ্জা টেকনিক।
উপরের চিত্র থেকে আশাকরি বুঝতে পেরেছেন কম্পিউটারে বাংলা যুক্তবর্ণ লেখার নিঞ্জা টেকনিক টি কেমন দরকারী। সেটার জন্য ক্লিক করুন এখানেঃ কম্পিউটারে বাংলা যুক্তবর্ণ লেখার নিঞ্জা টেকনিক: Avro im।
কম্পিউটারে বাংলা যুক্তবর্ণ লেখার নিয়ম pdf
নিচে কম্পিউটারে বাংলা যুক্তবর্ণ লেখার নিয়ম pdf যুক্ত করেছি। ডাউনলোড করে রেখে দিন।
কম্পিউটারে বাংলা যুক্তবর্ণ লেখার নিয়ম pdf Download
ধন্যবাদ আপনাকে 'টেক বাংলা ইনফো' এর আজকের এই কম্পিউটারে বাংলা যুক্তবর্ণ লেখার নিয়ম কি? কম্পিউটারে বাংলা যুক্তবর্ণ লেখার নিঞ্জা টেকনিক পোস্ট টি পড়ার জন্য। বাংলায় তথ্য-প্রযুক্তির সকল তথ্য পেতে 'টেক বাংলা ইনফো' এর সাথেই থাকুন; প্রযুক্তির আলোয় মেতে উঠুন বাংলায়...।