খালিদ বিন ওয়ালিদ (রা.) - সাইফুল্লাহ । বিজয়ী বীর সেনানী

বিশ্ববিখ্যাত মুসলিম বীর খালিদ বিন ওয়ালিদ (রা.)

বীরত্বের স্বীকৃতিস্বরূপ রাসুলুল্লাহ (সা.) ‘সাইফুল্লাহ’ অর্থাৎ আল্লাহর তরবারি উপাধিতে ভূষিত করেন হজরত খালিদ (রা.) -এর রণনিপুণতায় খুশি হয়ে। রাসুলুল্লাহ (সা.)-এর জীবদ্দশায়ও তিনি বেশ কয়েকটি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এর মধ্যে মক্কা বিজয়, হুনাইনের যুদ্ধ, তায়েফ বিজয় তাবুক অভিযান উল্লেখযোগ্য। বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করে বীরত্ব প্রদর্শন করেন তিনি খলিফা হজরত আবু বকর ও খলিফা হজরত ওমর (রা.)-এর খিলাফতকালেও।

kahlid-ibn-walid-sword-of-allah-খালিদ-বিন-ওয়ালিদ

খালিদ বিন ওয়ালিদ ইতিহাসে বিখ্যাত কেন?

ইসলামের ইতিহাসের একজন দিগন্ত জয়ী সেনাপতি হযরত খালিদ বিন ওয়ালিদ (রা.)। মুসলিম বাহিনী অনেকগুলো যুদ্ধে তার দক্ষ নেতৃত্বের বীরত্বের সাথে জয় লাভ করে। 100 টির বেশি যুদ্ধে তিনি সশরীরে অংশগ্রহণ করেন। মুসলিম ইতিহাসে ইতিহাস সৃষ্টিকারী এক মহান সেনাপতি তিনি; অপরাজিত মুসলিম বীর;বিজয়ী বীর সেনানী। আর তাইতো তিনি হয়ে আছেন ইতিহাসে বিখ্যাত। আজীবন অপরাজিত ইতিহাসের শ্রেষ্ঠ সেনাপতি বিজয়ী বীর সেনানী হযরত খালিদ বিন ওয়ালিদ (রা.)।

খালিদ বিন ওয়ালিদ: Dual Swordsman

দুনিয়ার ইতিহাসে তিনি বিখ্যাত হয়ে আছেন তার বীরত্ব, সাহসিকতা ও দুর্সাহসিক রণকৌশলের জন্য। আর তাইতো তাঁকে ইংরেজিতে বলা হয়ে থাকে Dual Swordsman । দুনিয়াতে এমন বীর হাতে গোনা ক'জন আছে কিনা সন্দেহ যারা দুইহাতে তলোয়ার নিয়ে যুদ্ধ করেছেন।

dual-swordsman-hazrat-khalid-bin-waleed-talwar

প্রিয় নবীজীর দোয়ার বরকতে খালিদ বিন ওয়ালিদ (রা.)'র সুস্থতা লাভ

খালিদ বিন ওয়ালিদ রাদিআল্লাহু তাআলা আনহু কে হুনাইনের যুদ্ধে ৭০০ সৈন্য দেওয়া হয়। কিন্তু মালিক বিন আউফের নেতৃত্বে তীরন্দাজদের হঠাৎ আক্রমনে খালিদ বিন ওয়ালিদ রাদিআল্লাহু তাআলা আনহু আহত হন এবং ঘোড়া থেকে পরে যান। রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খালিদের কাছে এসে তাঁর জন্য দোয়া করেন এবং এরপরে তিনি অনেকটা সুস্থ বোধ করেন। তারপর সাধারণ সৈনিক হিসেবে হুনাইনের যুদ্ধ অংশগ্রহন করেন।

খালিদ বিন ওয়ালিদ (রা.) যেসব যুদ্ধে অংশ নেন

খালিদ বিন ওয়ালিদ (রা.) যে সব যুদ্ধে অংশ নেন সেগুলোর তালিকা নিচে দেয়া হলো। খালিদ বিন ওয়ালিদ (রা.) এর অংশগ্রহনকৃত যুদ্ধের তালিকা'র ছবিটি উইকি থেকে নেয়া হয়েছে।

খালিদ-বিন-ওয়ালিদ-এর-যুদ্ধ-সমূহ-tech-bangla-info

সেনাপতি যখন সাধারন সৈনিক

খলিফাতুল মুমিনীন উমার রাদিআল্লাহু তাআলা আনহু খিলাফতে আসীন হয়ে প্রথম যে কাজটি করেন তা হল, আবু উবাইদা রাদিআল্লাহু তাআলা আনহুকে সর্বাধিনায়ক করে খালিদ বিন ওয়ালিদ রাদিআল্লাহু তাআলা আনহু'কে আবু ঊবাইদা বিন জাররা রাদিআল্লাহু তাআলা আনহুর অধীনস্থ করে দেন। যার ফলাফল সাথে সাথে পাওয়া যায়। আবু উবাইদা বিন জাররা রাদিআল্লাহু তাআলা আনহু সর্বাধিনায়ক হওয়ার পর আবুল কুদসে ৫০০ অশ্বারোহী দিয়ে জাফরের ছেলে আব্দুল্লাহকে একটি অভিযানে প্রেরণ করেন। এই বাহিনী ৫,০০০ রোম সৈন্যদের দ্বারা পরিবেষ্টিত হয়ে পরে। পরে অবশ্য আবু উবাইদা বিন জাররা রাদিআল্লাহু তাআলা আনহুর অনুরোধে খালিদ বিন ওয়ালিদ রাদিআল্লাহু তাআলা আনহু দ্রুত পদক্ষেপ গ্রহনের মাধ্যমে তাদের মুক্ত করেন, কিন্তু ততক্ষনে বাহিনীর অনেকেই শাহাদাতবরন করেন রোম সৈন্যদের হাতে।

যে কারনে সেনাপতির পদ থেকে অপসারণ

খালিদ বিন ওয়ালিদ রাদিআল্লাহু তাআলা আনহু কে সেনাপতির পদ থেকে অপসারণ করার পেছনে কি কারন ছিল? ইতিহাস পাঠে জানা যায়, খলিফা উমার রাদিআল্লাহু তাআলা আনহু গোয়েন্দা মারফত জানতে পারেন, খালিদ বিন ওয়ালিদ রাদিআল্লাহু তাআলা আনহু যুদ্ধলব্ধ গনিমতের মাল নিজের খেয়াল খুশিমত যেখানে সেখানে খরচ করেন এমনকি নিজের ব্যক্তিগত প্রয়োজনাদিতেও তা ব্যয় করে চলেছেন। উমার রাদিআল্লাহু তাআলা আনহুর নিকট এই মর্মে সংবাদ আসে, কবি আশআস-কে খালিদ বিন ওয়ালিদ রাদিআল্লাহু তাআলা আনহু বখশিশ হিসেবে দশ হাজার দিরহাম দিয়েছেন।

এসব কথাবার্তার প্রেক্ষিতে খলিফা উমার রাদিআল্লাহু তাআলা আনহু বেলাল রাদিআল্লাহু তাআলা আনহুকে সেখানে পাঠিয়েছিলেন বিচার করার জন্য। কবি আশআস-কে খালিদ বিন ওয়ালিদ রাদিআল্লাহু তাআলা আনহু দশ হাজার দিরহাম কেন দিলেন, উমার রাদিআল্লাহু তাআলা আনহুর বিবেচনায়, এটি ছিল খালিদ বিন ওয়ালিদ রাদিআল্লাহু তাআলা আনহুর অপরাধ। আশাআস একটি কবিতা রচনা করে খালিদ বিন ওয়ালিদ রাদিআল্লাহু তাআলা আনহুকে দেন। সেজন্য খালিদ বিন ওয়ালিদ রাদিআল্লাহু তাআলা আনহু আশআসকে এই অর্থ প্রদান করেন। এ অর্থ তিনি খুশি হয়ে দান করেন আশআসকে এবং তা তার ব্যক্তিগত অর্থ থেকে। রাস্ট্রীয় কোষাগার থেকে নয়।

khalid-bin-walid-খালিদ-বিন-ওয়ালিদ

হযরত খালিদ বিন ওয়ালিদ (রাঃ) এর জীবনী নিয়ে বই

মহাবীর খালিদ রাঃ এর জীবনী নিয়ে অনেক বই পুস্তক রয়েছে। পৃথিবীর নামীদামী লেখকগন তাকে নিয়ে, তার জীবনী নিয়ে গল্প, কবিতা ও উপন্যাস রচনা করেছেন।

খালিদ বিন ওয়ালিদ জীবনী pdf

অনলাইনে অর্থাৎ গুগলে আপনি খুঁজলে অনেক বই পাবেন খালিদ বিন ওয়ালিদ জীবনী pdf

খালিদ বিন ওয়ালিদ (রা.) এর জীবনের ১০০টি ঘটনা

এই বইটি লিখেছেন স্বনামধন্য লেখক 'মুহাম্মদ সিদ্দিকুল মিনশাভী। বইবাজার মূল্য : ৳ ১০৪ (২০% ছাড়ে) মুদ্রিত মূল্য : ৳ ১৩০; প্রকাশনী : পিস পাবলিকেশন বিষয় : ইসলামি গল্প , ইসলামি ব্যক্তিত্ব।

Khalid Hoodie free spirit: Islamic Jacket

ইসলামের প্রসিদ্ধ এই মহাবীর কি শুধুই ইতিহাস হয়ে আছেন? না! মোটেই না। বর্তমান তরুন সমাজের কাছে মুসলিম যুবক দের কাছে তিনি আদর্শ। আর তাইতো জনপ্রিয় ই-কমার্স স্টোর এমাজন এও পাওয়া যাচ্ছে Khalid Hoodie। সেগুলো দেদারছে বিক্রিও হচ্ছে। এছাড়াও ইসলামিক জ্যাকেট গুলোতেও খালিদ ইবনে ওয়ালিদ নামে লোগো সহ শোভা পাচ্ছে অনলাইন স্টোর গুলোতে।

মহাবীর খালিদ বিন ওয়ালিদ এর ইয়ারমুক যুদ্ধ

এটি আরেকটি জনপ্রিয় বই। ' মহাবীর খালিদ বিন ওয়ালিদ এর ইয়ারমুক যুদ্ধ' – এর লেখক মেজর মোঃ দেলোয়ার হোসেন।

গল্পে খালিদ বিন-ওয়ালীদ pdf বই ডাউনলোড

গল্পে খালিদ বিন-ওয়ালীদ

  • প্রকাশকঃ দারুস সালাম বাংলাদেশ
  • বইয়ের ধরণঃ ইসলামিক বই
  • বইয়ের সাইজঃ 3.46 MB
  • প্রকাশ সালঃ ২০১৬ ইং
  • বইয়ের লেখকঃ ড.সিদ্দিক আল মানশাভি (মিশর)
  • অনুবাদঃ মুফতী মুস্তফা আল মাহমুদ।

খালিদ বিন ওয়ালিদ (রা.)'র এর জীবনী নিয়ে গুগল এপ্স

গুগল প্লে স্টোর এ খুঁজলে খালিদ বিন ওয়ালিদ (রা.)'র এর জীবনী নিয়ে এপ্স পাবেনঃ খালিদ বিন ওয়ালিদ (রা.)

খালিদ বিন ওয়ালিদ (রা.)'র এর জীবনের বিভিন্ন ঘটনা নিয়ে দ্বিতীয় কিস্তি পড়ুনঃ খালিদ বিন ওয়ালিদ (রা.) - সাইফুল্লাহ । অপরাজিত মুসলিম বীর। ধন্যবাদ পোস্ট টি পড়ার জন্য; নিয়মিত তথ্য-প্রযুক্তির খবর পেতে টেক বাংলা ইনফো এর সাথেই থাকুন।

Post a Comment (0)
Previous Post Next Post