অনলাইনে ইনকাম ২০২২ । সেরা ১০ টি অনলাইন ইনকাম সোর্স

অনলাইনে ইনকাম ২০২২

২০২০ এবং ২০২১ সাল মূলত কেটে গেছে করোনা আর লকডাউনে। অনেকেই চাকরি হারিয়ে পথে বসেছেন ঠিকই কিন্তু অনেকের জন্য ঘরে বসে অনলাইনে ইনকামের পথ অনেক সুগম হয়েছে। আর তাই ২০২২ সাল অনলাইনে ইনকাম এর জন্য একটি বিরাট চ্যালেঞ্জ-স্বরুপ। আজ আমরা 'টেক বাংলা ইনফো' এর এই পোস্ট মাধ্যমে আলোচনা করবো '২০২২ সালে অনলাইনে ইনকাম' - এর সেরা কিছু উপায় ও 'জনপ্রিয় সেরা ১০ টি আয়-রোজগার মাধ্যম' নিয়ে। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।

অনলাইনে-ইনকাম-২০২২

অনলাইনে আয় করার জন্য কি কি লাগে?

সহজে বলতে গেলে অনলাইনে আয় রোজগার করার জন্য তেমন আহামরি কিছুর প্রয়োজন হয় না। তেমন কোন বড় ইনভেস্ট এর ও দরকার হয় না।

২০২২ সালে অনলাইনে আয় করার জন্য কি কি দরকার হবে?

  • একটি মোটামুটি কনফিগার এর কম্পিউটার ডেক্সটপ/ল্যাপটপ।
  • স্টান্ডার্ড মানের ইন্টারনেট আর
  • প্রবল ইচ্ছাশক্তি ও মনোবল।

উপরে বর্নিত তিনটি বিষয় আপনার কাছে থাকলে আপনার অনলাইন ইনকাম কেউ ঠেকাতে পারবে না। :D

২০২২ সালে অনলাইনে ইনকামের সেরা উপায় গুলো কি কি?

যে কোন কাজের জন্য সঠিক ও স্মার্ট পন্থা অবলম্বন করতে না পারলে সফল হওয়া যায়না। অনলাইনে ইনকামের জন্য সঠিক গাইডলাইন অনুসরণ আপনার সফলতার সিঁড়িকে আরো কয়েকধাপ এগিয়ে দিতে সক্ষম। অনলাইনে রোজগার করার অনেক উপায় আছে। ২০২২ সালে অনলাইনে আয়ের উপায় গুলোর মধ্যে আমরা সেরা উপায় গুলো নিয়ে আলোকপাত করার চেষ্টা করব - ইনশাআল্লাহ্‌।

নিচের লিস্ট থেকে জেনে নিই ২০২২ সালের অনলাইনে ইনকাম এর সেরা ১০টি উপায়

  1. ফ্রিল্যান্সিং করে ইনকাম
  2. ব্লগিং করে আয়-রোজগার
  3. ইমেইল মার্কেটিং এর মাধ্যমে আয়
  4. কনটেন্ট রাইটিং করে ইনকাম
  5. ইউটিউব এর মাধ্যমে আয়
  6. সোশ্যাল মিডিয়া থেকে আয়
  7. অনলাইনে ছবি বিক্রি করে আয়-রোজগার
  8. ওয়েবসাইট বানিয়ে বিক্রি করে আয়
  9. অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে অনলাইন ইনকাম
  10. ড্রপশিপিং বিজনেস করে রোজগার

পোস্ট টি একটু বড় হবে, তাই একটু নড়েচড়ে বসুন পুরো পোস্ট টি পড়ার জন্য। আশাকরি অনলাইন ইনকামের ভাল কিছু উপায় নিয়ে বিস্তারিত জানতে পারবেন। তো চলুন শুরু করি একে একে।

ফ্রিল্যান্সিং করে ইনকাম ২০২২

বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এবং সৃজনশীল পেশার নাম ফ্রিল্যান্সিং। এই পেশার প্রতি দিন দিন সকল স্তরের মানুষের কৌতুহল এবং আগ্রহ বাড়ছে। যথাযথ বিষয়ের উপর স্কিল ডেভেলপ করে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ইনকাম করে অনেকেই স্বাবলম্বী হচ্ছে, নিজের পরিবারে আর্থিক সচ্ছলতা আনতে সক্ষম হচ্ছে। শুধু তাই না, আনন্দের কথা হলো ২০০১ সাল থেকে বাংলাদেশ সরকার ফ্রিল্যান্সিং পেশার স্বীকৃতি-স্বরুপ সার্টিফিকেটও দিচ্ছে। আপনার স্কিল অনুযায়ী সার্টিফিকেট বুঝে নিনঃ Freelancers Bangladesh

ফ্রিল্যান্সিং এর মাধ্যমে কিভাবে ইনকাম করা যায়?

ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ৫ ডলার থেকে শুরু করে হাজার ডলার ইনকাম করা সহজ যদি আপনার ভাল স্কিল ও গাইডলাইন থাকে। তবে এই লাইনে সফলতার মূল চাবিকাঠি হলো 'স্কিল'। স্কিল ছাড়া ফ্রিল্যান্সিং করে আয় করার স্বপ্ন দেখা আর বোকার স্বর্গে বসবাস করা একই কথা।

ফ্রিল্যান্সিং-অনলাইনে-ইনকাম-2022

ফ্রিল্যান্সিং এর জনপ্রিয় মার্কেটপ্লেস গুলো কি কি?

বর্তমানে কাজের চাহিদার পাশাপাশি ফ্রিল্যান্সিং এর জনপ্রিয় মার্কেটপ্লেস গুলো তে ফ্রিল্যান্সার'দের ভিড় দিন দিন বেড়েই চলেছে। ঘরে বসে অনেকেই হাজার হাজার ডলার ইনকাম করতে সক্ষম হচ্ছে।

ফ্রিল্যান্সিং এর জনপ্রিয় সেরা ৭টি মার্কেটপ্লেস এর তালিকাঃ

ফ্রিলান্সিং এর জন্য জনপ্রিয় অনেক মার্কেটপ্লেস থাকলেও নতুনদের জন্য ফাইভার ই সেরা। এখানে কোন ইনভেস্ট ছাড়াই ফ্রিতে গিক খুলে সর্বনিম্ন ৫ ডলার থেকে শুরু করে হাজার ডলার আয় করছে অনেকেই।

ব্লগিং করে আয়-রোজগার

আপনার যদি কোন ইনভেস্ট না থাকে তাহলে ব্লগিং হতে পারে আপনার অনলাইনে আয় রোজগারের অন্যতম হাতিয়ার। দিন দিন ব্লগিং চাহিদা বাড়ছে অনলাইন দুনিয়ায়। অনলাইনে প্যাসিভ ইনকামের উপায় হিসেবে ব্লগিং করে অনেকেই ভাল ইনকাম জেনারেট করতে সক্কহম হচ্ছে।

ব্লগিং করে কিভাবে আয় করা যায়?

আপনার যদি লেখালেখি তে আগ্রহ থাকে তাহলে ব্লগিং হতে পারে আপনার অনলাইম ইনকামের দারুন একটি উপায়। লেখালেখি ভাল না পারলেও ব্লগ বাইয়ে কনটেন্ট রাইটার হায়ার করে ব্লগ থেকেই অনেকে ইনকাম করছে। নিয়মিত ইউনিক কনটেন্ট পাবলিশ করে ব্লগ থেকে আয় করা যায় এডসেন্স এর মাধ্যমে।

একটি সুন্দর ও গোছানো ব্লগ বানিয়ে সেখানে ভাল মানের কনটেন্ট পাবলিশ করে গুগল এডসেন্স এর মাধ্যমে ব্লগ থেকে ইনকাম করা যায়। শুধু তাই না। এডসেন্স এর পাশাপাশি ব্লগে লোকাল এড শো করিয়েও আয় করা সম্ভব!...

ব্লগিং করে মাসে কত টাকা আয় করা যায়?

ব্লগিং করে আপনি মাসে ১০,০০০ হাজার থেকে ৩০,০০০ টাকা আয় করতে পারবেন। এটা নির্ভর করবে আপনার ব্লগের ধরন ও ভিজিটর কেমন আসে তাঁর উপর। দৈনিক ৬ থেকে ৭ ঘণ্টা সময় দিতে দিয়ে আপনি ৫০,০০০ টাকার চেয়েও বেশি ইনকাম করতে পারবেন ব্লগিং করে।

ইমেইল মার্কেটিং এর মাধ্যমে আয়

কোন স্কিল ছাড়া এবং জিরো ইনভেস্ট করে অনালাইনে আয়ের সেরা উপায় হলো ইমেইল মার্কেটিং। আমাদের দেশে ইমেইল হাতে গোনা কয়েকজন নিয়মিত চেক করলেও উন্নত বিশ্বের মানুষ তাদের দিন শুরু করে ইমেইল এর ইনবক্স চেক করার মধ্য দিয়ে। বিশ্বের বড় বড় কোম্পানি গুলো তাদের পণ্যের প্রচার ও প্রসারে ইমেইল মার্কেটিং কেই মূল হাতিয়ার হিসেবে ব্যবহার করে থাকে।

যদি জিজ্ঞেস করেন, ভাই, খরচ ছাড়া, ইনভেস্ট ছাড়া অনলাইনে ইনকামের কোন উপায় আছে কি?
আমি এক বাক্যে বলে দিবো, হ্যাঁ, আছে। আর সেটা হলো ইমেইল মার্কেটিং। শুধুমাত্র ইন্টারনেট এর বিল ছাড়া আর কিছুই লাগবে না।

শুধু তাই না, জনপ্রিয় মার্কেটপ্লেস গুলোতে ইমেইল এর সিগনেচার বানিয়েও অনেকেই আয় করছে। আমি মনে করি অনলাইনে আয় করার জন্য সবচেয়ে সহজ উপায় হল ইমেইল মার্কেটিং

কনটেন্ট রাইটিং করে ইনকাম

অনলাইন দুনিয়ায় দ্রুত প্রসার হওয়া পেশার নাম কনটেন্ট রাইটিং। কনটেন্ট ছাড়া অনলাইন দুনিয়া প্রায় অচল। আর তাই বলা হয়ে থাকে --- 'Content Is King!'... সুতরাং বুঝতেই পারছেন কনটেন্ট রাইটিং কেমন চাহিদা সম্পন্ন একটি অনলাইন ইনকামের মাধ্যম

আপনি যদি একজন ছাত্র হয়ে থাকেন আর আপনার যদি লেখালেখিতে যদি আগ্রহ থাকে তাহলে বাংলা এবং ইংরেজি দুই মাধ্যমেই কনটেন্ট লিখে অনলাইনে আয় করতে পারবেন।

ইউটিউব এর মাধ্যমে আয়

গৃহিনী থেকে শুরু করে ছাত্র-ছাত্রী যে কেউই ইউটিউব থেকে আয় করতে পারছে এখন। ইউটিউব এর মাধ্যমে পণ্যের মার্কেটিং থেকে শুরু করে যে কোন ধরনের কনটেন্ট বানিয়ে ইনকাম করছে অনেকে। বাংলাদেশেও বর্তমানে মিলিয়ন/বিলয়ন এর উপরে সাবস্ক্রাইবার সহ জনপ্রিয় ইউটুবার আছে।

ইউটিউব থেকে ইনকামের সেরা ৫টি উপায়ঃ

  • প্রোডাক্ট রিভিউ ও অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয়
  • স্পন্সরশিপের মাধ্যমে আয়-রোজগার
  • বিজ্ঞাপন থেকে ইনকাম
  • পণ্য বিক্রয় করে আয় করা
  • ডোনেশন এর মাধ্যমে ইনকাম

ইউটিউবে সফলতার জন্য ভাল মানের এবং ইউনিক কনটেন্ট এর বিকল্প নেই।

সোশ্যাল মিডিয়া থেকে আয়

সোশ্যাল মিডিয়া থেকে কিভাবে করা যায়? বর্তমানে স্যোশাল মিডিয়া থেকে ইনকামের অনেক উপায় আছে। যে কোন কোম্পানির ব্যান্ডিং থেকে শুরু করে এড সেটাপ, পণ্যের মার্কেটিং ইত্যাদি অনেক কাজ পাওয়া যায়। যেমন ফেসবুক এড সেটাপ, টার্গেটিং - রিটার্গেটিং, ফেসবুক পিক্সেল সেটাপ, ইন্সটগ্রাম সেটাপ, পিন্টারেস্ট এড সেটাপ এরকম আরো অনেক কাজ পাওয়া যায়।

ডিজিটাল মার্কেটিং এর চাহিদা বেড়ে যাওয়া তে ছোট বড় যে কোন প্রতিষ্ঠান বর্তমানে দারস্থ হচ্ছে স্যোশাল মিডিয়া মার্কেটিং এর উপর। আর এ জন্য তাদের দরকার হয় অভিজ্ঞ লোক যে স্যোশাল মিডিয়া মার্কেটিং ও সেটাপ ভাল জানে। স্যোশাল মিডিয়া অনলাইনে আয়ের অন্যতম একটি মাধ্যম।

অনলাইনে ছবি বিক্রি করে আয়-রোজগার

আপনার যদি ছবি তোলার শখ থাকে তাহলে আপনি ছবি তুলে তা অনলাইনে বিক্রি করেও ইনকাম করতে পারবেন। আপনি প্রকৃতি, ভ্রমণ, খাবারদাবার, সাজসজ্জা, শিক্ষা, চিকিৎসা, আন্দোলন, যানবাহন, যন্ত্রপাতি, সামাজিক ও পারিবারিক যে কোন ধরনের ছবি তুলে বিক্রি করে আয় করতে পারেন। তবে ছবি কপিরাইট মুক্ত হতে হবে।

অনলাইনে ছবি বিক্রি করে আয় করার সেরা কিছু ওয়েবসাইটঃ

ইত্যাদি। এসব সাইট গুলো তে একাউন্ট খুলে ছবি আপলোড করা যায়। সাইট গুলোতে ফ্রী এবং প্রিমিয়াম দুই ধরনের ছবি দেওয়া থাকে। প্রিমিয়াম থেকে ছবি কেউ কিনলে ওয়েব সাইট কিছু কমিশন রেখে আপনাকে পে করবে। এ সমস্ত সাইটে ছবি বিক্রির ক্ষেত্রে যাচাই করে নিবেন তারা কিভাবে পেমেন্ট দেয়।

ওয়েবসাইট বানিয়ে বিক্রি করে আয়

নিজে ওয়েবসাইট বানিয়েও অনলাইনে বিক্রি করতে পারবেন। ইউনিক ডিজাইনইউনিক কন্টেন্ট নিয়ে সাইট বানিয়ে বিক্রি করলে ভাল দাম পাওয়া যায়। ওয়েবসাইট বিক্রির জন্য অনেকগুলো প্ল্যাটফরম আছে।

ওয়েবসাইট বিক্রি করার জনপ্রিয় সেরা ৫টি সাইটঃ

এফিলিয়েট মার্কেটিং কি? এর মাধ্যমে আয় করার উপায় কি?

প্যাসিভ ইনকামের জনপ্রিয় উপায় হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। ফ্রিল্যান্সিং এ আপনাকে অনবরত সময় দিতে হবে কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং এ যদি একবার ইনকামের পথ পেয়ে যান এবং ইনকাম শুরু হয়ে যায় তাহলে আর পিছনে ফিরে তাকাতে হবে না।

জনপ্রিয় সেরা ৫টি অ্যাফিলিয়েট মার্কেটিং ইনকাম সাইটঃ

ড্রপশিপিং বিজনেস করে রোজগার

অনলাইন মার্কেটিং সম্পর্কে বেসিক জ্ঞান থাকলে কোন পুঁজি ছাড়াই কোটিপতি হতে পারবেন ড্রপশিপিং বিজনেস করেই। এই ব্যবসায় আপনার কানাকড়ি পুঁজিরও দরকার নেই। শুধুমাত্র ব্যবসায়িক কৌশল খাটিয়ে আয় করতে পারবেন।

একটি টেকসই এবং ঝুঁকিহীন অনলাইন ব্যবসার নাম হলো ড্রপশিপিং বিজনেস। দীর্ঘমেয়াদী, সফল ও মুনাফা অর্জনকারী ড্রপ শিপিং ব্যবসা

পিটিসি করে ইনকাম ২০২২ (বোনাস)

অনলাইনে ইনকাম ২০২২; জনপ্রিয় সেরা ১০ টি আয়-রোজগার মাধ্যম নিয়ে এতক্ষন কথা হলো; এবার বোনাস হিসেবে থাকছে পিটিসি করে ইনকাম ২০২২ নিয়ে কথাবার্তা। পেইড টু ক্লিক পিটিসি সাইটে বিভিন্ন এড দেখলে টাকা দেয়। বিজ্ঞাপনদাতারা বিভিন্ন প্রডাক্টের প্রোমোশন বা ওয়েবসাইটের ভিজিটর বাড়ানোর জন্য বিজ্ঞাপন দিয়ে থাকে। আর সেই বিজ্ঞাপন ভিউ এর জন্য তাদের প্রয়োজন হয় ভিজিটর। মনে রাখতে হবে পিটিসি সাইটগুলো বেশির ভাগ ভুয়া।

জনপ্রিয় কিছু পিটিসি সাইট

পরিশেষে আপনার অনলাইনে ইনকাম এর পথ সুগম ও সফলময় হোক এই কামনা করি। ধন্যবাদ জানাই 'টেক বাংলা ইনফো' - এর 'অনলাইনে ইনকাম ২০২২' বিষয়ক পোস্ট টি পড়ার জন্য। আপনার কোন প্রশ্ন, মন্ত্যব্য বা, জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে উল্লেখ করুন।

1 Comments

  1. খুব সুন্দর ও দরকারি একটি পোস্ট

    ReplyDelete
Post a Comment
Previous Post Next Post